রশিদ-নবীদের সঙ্গে ‘রোজা’ রাখলেন ওয়ার্নার-উইলিয়ামসন

খেলা

টিবিএস ডেস্ক
19 April, 2021, 05:10 pm
Last modified: 19 April, 2021, 06:05 pm
গত ৯ এপ্রিল মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টির আরসটি মাঠে গড়ানোর কয়েকদিন পর শুরু হয় পবিত্র রমজান মাস। আইপিএল খেলা বেশিরভাগ মুসলিম ক্রিকেটার রোজা রেখেই অনুশীলন করছেন, ম্যাচ খেলছেন।

গত ৯ এপ্রিল মাঠে গড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ঘরোয়া টি-টোয়েন্টির আরসটি মাঠে গড়ানোর কয়েকদিন পর শুরু হয় পবিত্র রমজান মাস। আইপিএল খেলা বেশিরভাগ মুসলিম ক্রিকেটার রোজা রেখেই ম্যাচ খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদে এমন ক্রিকেটারের সংখ্যা বেশি। দলটিতে আছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানরা। ভারতীয় ক্রিকেটার খলিল আহমেদও দলটির হয়ে খেলছেন।

আফগান ক্রিকেটাররা রমজানে সব সময়ই রোজা রেখে অনুশীলন করেন, ম্যাচ খেলেন। এটা নতুন কোনো খবর নয়। নতুন খবর হচ্ছে রশিদ-নবীদের সঙ্গে উপবাস করেছেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন। 

দুজনের কেউই মুসলিম নন। সতীর্থদের রোজা রাখার অনুভূতি বুঝতেই উপবাস করেছেন ওয়ার্নার ও উইলিয়ামসন। এই দুই ক্রিকেটার যে উপবাস করেছেন, সেটা আনন্দের সঙ্গে সবাইকে জানিয়েছেন রশিদ খান। 

একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রশিদ। ভিডিওতে দেখা যায়, আফগান লেগ স্পিনারের সঙ্গে বসা ওয়ার্নার ও উইলিয়ামসন। তারা দুজনই খাবার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছিলেন। 

ভিডিওতে রশিদ খান বলছিলেন, 'দুই কিংবদন্তি আজ না খেয়ে ছিলেন। টেবিলে তাদেরকে পেয়ে খুবই ভালো লাগছে।' এরআগে ওয়ার্নারকে রশিদ প্রশ্ন করেন, 'তোমার রোজা রাখা কেমন চলছে?'

উত্তরে হায়দরাবাদ অধিনায়ক বলে ওঠেন, 'খুবই ভালো। কিন্তু আমি খুবই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। আমার মুখ একেবারে শুকিয়ে আছে।' একই প্রশ্নে উইলিয়ামসন বলেন, 'খুব ভালো বোধ করছি, ধন্যবাদ।' 

রোজা রাখার কাজটা যে সহজ নয়, তা বুঝতে পেরেছেন ওয়ার্নার। দুই সতীর্থকে ইফতারের টেবিলে পেয়ে রশিদ যখন তৃপ্তির কথা জানাচ্ছিলেন, ওয়ার্নার তখন বলছিলেন, 'অনেক, অনেক কঠিন কাজ।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.