ম্যানসিটির কাছে রোনালদোর মতো ‘অস্ত্র’ নেই: গার্দিওলা

খেলা

টিবিএস ডেস্ক
25 September, 2021, 05:35 pm
Last modified: 25 September, 2021, 05:55 pm
যোগ্য নাম্বার নাইন ছাড়া গোলবারের সামনে ঠিক ছন্দ ধরে রাখতে পারছে না সিটি। চলতি মৌসুমে বিজয় ও গোলখরা, দুটিকেই সাথে নিয়ে চলতে হচ্ছে গার্দিওলাকে।

নিজের তারকাখচিত স্কোয়াড থাকা সত্ত্বেও চলতি মৌসুমে একজন স্ট্রাইকার এর অভাব বোধ করছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা। দল নিয়ে কোনো অসন্তোষ প্রকাশ না করলেও, এখনও পর্যন্ত সার্জিও আগুয়েরোর স্থলাভিষিক্ত করার মতো পারফেক্ট স্ট্রাইকার পাননি তিনি।   

মৌসুমের দলবদল পর্বে ইংলিশ তারকা হ্যারি কেইনের দিকে নজর ছিল ম্যানসিটির। কিন্তু টটেনহাম চেয়ারম্যান ড্যানিয়েল লেভি তার দলের সেরা এই খেলোয়াড়কে ছাড়তে নারাজ। তাই কেইনকে দলে ভেড়াতে পারেননি সাবেক বার্সেলোনা কোচ।

এদিকে ম্যানসিটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার আগুয়েরোও পাড়ি দিয়েছেন বার্সেলোনাতে। এখনও পর্যন্ত আগুয়েরোর বিকল্প খুঁজে পায়নি পেপ-এর দল। তার বদলে রেকর্ড ১৩৭ মিলিয়ন ডলারে জ্যাক গ্রিলিশকে দলে এনে নিজেদের মিডফিল্ড আরও শক্তিশালী করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

কিন্তু যোগ্য নাম্বার নাইন ছাড়া গোলবারের সামনে ঠিক ছন্দ ধরে রাখতে পারছে না সিটি। চলতি মৌসুমে বিজয় ও গোলখরা, দুটিকেই সাথে নিয়ে চলতে হচ্ছে গার্দিওলাকে।     

আর্সেনাল ও নরউইচের বিপক্ষে ৫ টি করে গোলের দেখা পেয়েছে গার্দিওলার শিষ্যরা। কিন্তু গত সপ্তাহে সাউদাম্পটনের সাথে ০-০ গোলে ড্র এবং মৌসুমের প্রথম সপ্তাহে টটেনহামের সাথে ১-০ গোলের পরাজয়ের ফলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে চলে গেছে ম্যানসিটি।  

সেন্টার ফরোয়ার্ড ছাড়াই খেলবেন, এমন প্রস্তাবকে নাকচ করে দিয়ে গার্দিওলা বলেন, "আমার ক্যারিয়ারে সবসময়ই আমি স্ট্রাইকারদের নিয়ে খেলেছি। গোলকিপারের মতো স্ট্রাইকাররাও সবচেয়ে বড় একটি ভূমিকা পালন করে।  

আমি স্যামুয়েল এতো, থিয়েরি অঁরি, মেসি, লেভানদোভস্কি, থমাস মুলার এবং এখানে কয়েক বছর সার্জিওকে পেয়েছি। আগামী বছরগুলোতেও ক্লাবের একজন স্ট্রাইকার দরকার হবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আমাদের এখন যেই চমৎকার স্কোয়াড আছে, তা নিয়েই খেলে যেতে হবে।"

চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড, দুই দলই এবার রোমেলু লুকাকু ও রোনালদোর মত অসাধারণ গোলস্কোরার পেয়েছে। দুজনেই নতুন মৌসুমে দলের হয়ে চারটি করে গোল করেছেন।

গার্দিওলা মনে করেন, রোনালদো ও লুকাকুর মত এককভাবে তার দলের কোনো খেলোয়াড় শীর্ষ গোলদাতা হবেন না। কিন্তু তার বিশ্বাস, দলীয়ভাবে খেলে ম্যাচ জিততে পারবে সিটি।

গত চার মৌসুমের প্রতিটিতেই প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা ছিল ম্যানসিটি।

গার্দিওলার মতে, স্ট্রাইকারদের অন্যান্য ক্লাব থেকে ছিনিয়ে আনা সবচেয়ে কঠিন।

"আমরা অনেক বছর ধরে সার্জিওকে পেয়েছি। দুর্ভাগ্যবশত, গত মৌসুমে সে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিল এবং আমরা তাকে ছাড়াই টিকে রয়েছিলাম। কিন্তু সে থাকা মানেই, একটু বিশেষ কিছু।

এখন আমাদের হাতে দুটি পথ খোলা: অভিযোগ করে যাওয়া কিংবা আমাদের কাছে থাকা অসাধারণ খেলোয়াড়দের নিয়েই কাজ করা। ম্যানইউ, চেলসি বা টটেনহামের মতো আমাদের কাছে কোনো 'অস্ত্র' নেই। আমাদের এমন খেলোয়াড় নেই যে একাই ২৫ গোল করতে পারে। আমাদের দলীয় প্রচেষ্টায় খেলে যেতে হবে", বলেন গার্দিওলা। 


  • সূত্র: বাসস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.