মেসির সঙ্গে খেলার জন্য বার্সায় যেতে চেয়েছিলাম: ডি মারিয়া
রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি তিনি। ক্লাব 'লা ডেসিমা' জেতার দিনে ম্যাচসেরা হয়েছিলেন এই আর্জেন্টাইন। কিন্তু এই আনহেল ডি মারিয়াই এখন জানাচ্ছেন, প্রিয় বন্ধুর সঙ্গে খেলতে চিরশত্রুদের দলে নাম লিখাতেও সম্মত ছিলেন তিনি।
পিএসজিতে নিজের প্রথম চুক্তি যখন শেষ হয়ে আসছিল, তখন বার্সেলোনায় পাড়ি দেওয়ার কথা চিন্তা করছিলেন ডি মারিয়া। যদিও পরবর্তীতে ঠিকই চুক্তি নবায়ন করেছেন তিনি।
সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আর্জেন্টাইন বলেন, "আমি বার্সেলোনায় যোগ দেওয়ার খুব কাছাকাছি চলে এসেছিলাম। শুধু মেসির সঙ্গে খেলার জন্যই বার্সায় যেতে চেয়েছিলাম আমি।
"তাই সে ক্লাব ছাড়ায় আমি বেশ খুশি হয়েছিলাম। আমার জন্য এরচেয়ে ভালো কিছু হতে পারত না। তার সাথে খেলা আমার জন্য একটি স্বপ্ন, যার তুলনা হয় না।"
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এবার রেকর্ড সপ্তম ব্যালন ডি'অর তালুবন্দি করেছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের সতীর্থের এই সাফল্যে উচ্ছ্বসিত ডি মারিয়া বলেন, "ছেলেটা অদ্ভুত, ছেলেটা পাগল। সাত সাতটি ব্যালন ডি'অর! ক্যারিয়ারের অর্ধেক সময়ই তার দখলে ছিল ব্যালন ডি'অর।"
এবার পুরস্কার গ্রহণ করার সময় বক্তৃতায় মেসি তার ব্যালন ডি'অর প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভান্ডফস্কির নামও উল্লেখ করেন। তিনি বলেন, গত বছরের অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০২০ সালে বাতিল হওয়া ব্যালন ডি'অরটির দাবিদার এই পোলিশ।
"মেসির কথা শুনেই বোঝা যাচ্ছে, সে নিজে চাইছে এবং ব্যালন ডি'অর কর্তৃপক্ষসহ সবার সামনে দাঁড়িয়ে দাবি করছে, যেন লেভাকে বঞ্চিত করা না হয়," বলেন ডি মারিয়া।
"সে এটা এমনভাবে বলেছে, যেন এটা কিছুই না। যেন কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিল সে।"