মাশরাফির দেখানো পথে হাঁটতে চান মাহমুদউল্লাহ

খেলা

শান্ত মাহমুদ
08 March, 2020, 07:00 pm
Last modified: 08 March, 2020, 07:04 pm
৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর আগের দিন সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফির নেতৃত্বগুণ নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ।

ওয়ানডে মিশন শেষ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঢাকা ফিরেছে বাংলাদেশ। এবার নতুন ফরম্যাটে লড়াইয়ের পালা। লড়াই এবার মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টিতে, যেখানে নতুন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক হলেও সদ্য সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নামটি এসেই যাচ্ছে।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। একমাত্র অধিনায়ক হিসেবে বাংলাদেশের ৫০টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হলো, তার নেতৃত্বগুণ অন্যদের মধ্যেও দেখতে চান কি না?

বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক অন্যদের ব্যাপারে কিছু বলেননি। জানিয়েছেন, তার নিজের চেষ্টা থাকবে মাশরাফির মতো করে দলকে সাহায্য করার।

৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর আগের দিন মাশরাফির নেতৃত্বগুণ নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'কোন জিনিসটা করলে নির্দিষ্ট বিষয়ে কারও জন্য ভালো হবে, এই ব্যাপারে ভালো গুণ ছিল মাশরাফি ভাইয়ের। আশা করি, আমিও চেষ্টা করব আমার চিন্তা-ধারা দিয়ে কীভাবে টিমকে সাহায্য করা যায় এবং টিমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।'

মাশরাফির মতো করে দল চালানো যে সহজ নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ, 'মাশরাফি ভাই দারুণভাবে দল পরিচালনা করেছেন। বেশ দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নিয়েছেন। নতুন কারও জন্য তার মতো করে দল পরিচালনা করা এবং সামনে এগিয়ে নেওয়া মোটেও সহজ হবে না। সেটা খুবই কঠিন ও চ্যালেঞ্জিং হবে।'

দীর্ঘদিন মাশরাফির সঙ্গে খেলেছেন মাহমুদউল্লাহ। দলকে কীভাবে এক রাখতেন মাশরাফি, সেটা খুব কাছ থেকে দেখেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার ভাষায়, 'মাশরাফি ভাইয়ের সবচেয়ে ভালো গুণ, ওনার মধ্যে একটা ক্যারেশমেটিক পাওয়ার ছিল। যখনই আমরা একটু নার্ভাস থাকতাম, চিন্তা করতাম বেশি, তখন উনি আমাদের ঠাণ্ডা করে বোঝাতেন বা চিন্তা করতেন- কীভাবে কী করলে আগানো যায়।'

মাহমুদউল্লাহর বিশ্বাস, অধিনায়ক মাশরাফি যে মানদণ্ড ঠিক করে গেছেন, অন্যরা সেটা অনুসরণ করলেই সাফল্য মিলবে, 'মাশরাফি ভাই একটা বড় উদহারণ। তিনি একটা মানদণ্ড ঠিক করে গেছেন। যিনিই অধিনায়ক হোন না কেন, নিশ্চয়ই তিনি সে পথে হাঁটার চেষ্টা করবেন। একেকজনের চিন্তা একেক রকম। সবাই একভাবে ভাবেন না; পরিকল্পনাও করেন যে যার মতো। তারপরও মাশরাফি ভাই যে উদাহরণ তৈরি করে গেছেন, তা অনুসরণ করলে কার্যকর ফল মিলবে।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.