মাঠে ফিরছেন সালমা-জাহানারারা

খেলা

টিবিএস রিপোর্ট
28 December, 2020, 08:25 pm
Last modified: 28 December, 2020, 08:27 pm
পুরুষ ক্রিকেটাররা মাঠে ফিরেছেন কয়েক মাস হলো। গত জুলাইয়ে একক অনুশীলন শুরুর পর ধীরে ধীরে ব্যপ্তি বেড়েছে। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্যাম্পে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এরপর অনুষ্ঠিত হয়েছে দুটি টুর্নামেন্ট। কিন্তু অপেক্ষায় ছিলেন নারী ক্রিকেটাররা। অবশেষে তাদের অপেক্ষা ফুরোচ্ছে।

পুরুষ ক্রিকেটাররা মাঠে ফিরেছেন কয়েক মাস হলো। গত জুলাইয়ে একক অনুশীলন শুরুর পর ধীরে ধীরে ব্যপ্তি বেড়েছে। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্যাম্পে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এরপর অনুষ্ঠিত হয়েছে দুটি টুর্নামেন্ট। কিন্তু অপেক্ষায় ছিলেন নারী ক্রিকেটাররা। অবশেষে তাদের অপেক্ষা ফুরোচ্ছে।

নতুন বছরের শুরুতেই মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নারী দলের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাসব্যাপী চলবে মেয়েদের ক্যাম্প।

ক্যাম্প চলাকালীন নিজেদের মধ্যে পাঁচটি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচ খেলবেন রুমানা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলমরা। ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।

সর্বশেষ চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হার মানে সালমা খাতুনের দল। এরপর করোনাভাইরাসের প্রকোপে কোনো ম্যাচ খেলা হয়নি তাদের। শুধু সালমা ও জাহানারা মেয়েদের আইপিএলখ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছেন। বাকিরা ব্যক্তিগতভাবে অনুশীলন করে এসেছেন। 

ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমীন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.