মাইলফলকের ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
22 July, 2021, 04:15 pm
Last modified: 22 July, 2021, 05:23 pm
টস হেরে ফিল্ডিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।

একমাত্র টেস্টে বিশাল জয়। এরপর ওয়ানডে সিরিজে কেবল বাংলাদেশই শাসন করেছে। জিম্বাবুয়ের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। এবার লড়াই টি-টোয়েন্টির। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে-বাংলাদেশ।

টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। বাবা-মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। ইনজুরির কারণে খেলা হচ্ছে না তামিম ইকবালের। 

সাড়ে চার বছর পর ওয়ানডে একাদশে ফেরা নুরুল হাসান সোহান প্রায় একই সময় পর টি-টোয়েন্টি খেলতে যাচ্ছেন। সর্বশেষ ২০১৭ সালের জানুয়ারিতে জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে খেলেন তিনি।  

এটা বাংলাদেশের শততম টি-টোয়েন্টি ম্যাচ। ৯৯ ম্যাচের মধ্যে ৩২টি ম্যাচে জয় পেয়েছে দলটি, হারতে হয়েছে ৬৫ ম্যাচে। দুটি ম্যাচে কোনো ফল আসেনি।  

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, নাঈম শেখ,  সৌম্য সরকার, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

জিম্বাবুয়ে একাদশ: রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, ওয়েসলে মাধেভেরে, তিনাশে কামুনহুকামুঙ্গে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি,  ডিওন মায়ার্স, রিচার্ড একগারাভা ও তারিশাই মাসাকান্দা।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.