বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচলেন লিটনের স্ত্রী

খেলা

টিবিএস রিপোর্ট
30 March, 2020, 01:20 pm
Last modified: 30 March, 2020, 01:32 pm
দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

করোনাভাইরাসের আতঙ্ক এখন সবখানে। ঘরবন্দী অবস্থায় সময় কাটছে সবার। এরে মাঝে দুর্ঘটনার শিকার হলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সঞ্চিতা। 

গত ২৭ মার্চ এই দুর্ঘটনার শিকার হন তিনি। বিষয়টি দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবার সঙ্গে শেয়ার করেছেন সঞ্চিতা। চা বানাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি। 

জানা গেছে, সিলিন্ডার সংযোগে ছিদ্র থাকায় এমন দুর্ঘটনার ঘটেছে। বিস্ফোরণের পর মুখের সামনের অংশ রক্ষা করার চেষ্টা করেন তিনি। এ সময় সঞ্চিতার হাতের বেশ কিছু অংশ পুড়ে যায়। তার বেশির চুলে আগুন ধরে যায়। 

ভয়াবহ এই অভিজ্ঞতা বর্ণনা করে সঞ্চিতা তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি। গত পরশু বরাবরের মতই আমি রান্নাঘরে যাই চা বানাতে। আমি যখন গ্যাস প্রথমবার অন করি তখন অল্প জ্বলে নিভে যায়। এরপর দ্বিতীয়বার বার্নার প্রেস করতেই বিস্ফোরণ হয়। নতুন বাসা তাই সিলিন্ডার ব্যবহার করি। যদিও সিলিন্ডারটা নিচে ছিল। নিচের সমস্ত কেবিনেটে এক সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণ হলে যেভাবে আগুন বের হয়, ঠিক সেভাবেই বের হয়েছিল।'

ডান হাত দিয়ে মুখ রক্ষা করার কথা জানিয়ে সঞ্চিতা লিখেছেন, 'আমি ডান হাত দিয়ে মুখটা রক্ষা করার চেষ্টা করি, তাই ডান হাতটা বেশি পুড়ে গেছে এবং ঘুরে যাওয়ার কারণে পেছনের প্রায় সব চুলেই আগুন ধরে গিয়েছিল। নিজেকে কোনোভবে রক্ষা করি। আগেরদিনই আমার মনে হয়েছিল যে গ্যাস প্রায় শেষ। তবে এটা (চুলা) কাজ করায় আমি গুরুত্ব দেইনি। হয়তো শেষ গ্যাস তাই এভাবে বিস্ফোরণ হয়েছিল।'

সবার কাছে দোয়া চেয়ে সঞ্চিতা তার পোস্টে আরও লিখেছেন, 'আমি এটা ভাষায় প্রকাশ করতে পারব না, আর এটা আমার পক্ষে ভোলাও সম্ভব নয়। কারণ মৃত্যুর অনেক কাছ থেকে ফিরে এসেছি। সামনে হাত দিয়ে ঘুরে না দাঁড়ালে পুরো মুখটাই পুড়ে যেত। এখন আমার চুল কাটতে হবে। এটা খুব কষ্টদায়ক। তবে ঠিক হয়ে যাবে। যদি মুখে আগুন লেগে যেত কি হতো জানি না। তাই এসব ক্ষেত্রে সবসময় সবাই খুব সাবধান থাকবেন। আপনাদের সকলের দোয়া প্রার্থী।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.