বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মেয়েদের উদ্যোগে বার্সেলোনায় ক্রিকেট মাঠ

খেলা

24 May, 2021, 05:35 pm
Last modified: 24 May, 2021, 05:41 pm
বার্সেলোনা; স্পেনের এই শহরটির নাম শুনলে যে কারও মাথায় আসবে ফুটবলের কথা। মনে আসবে লিওনেল মেসি বা কাতালান ক্লাব বার্সেলোনার কথা। এখানকার মানুষের ফুটবলেই বসবাস। ফুটবল নিয়ে মেতে থাকা বার্সেলোনায় এবার ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বার্সেলোনা; স্পেনের এই শহরটির নাম শুনলে যে কারও মাথায় আসবে ফুটবলের কথা। মনে আসবে লিওনেল মেসি বা কাতালান ক্লাব বার্সেলোনার কথা। বার্সেলোনা ফুটবলের শহর, এখানকার মানুষের ফুটবলেই বসবাস। ফুটবল নিয়ে মেতে থাকা বার্সেলোনায় এবার ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

বার্সেলোনায় ক্রিকেট মাঠ নির্মাণের খবর অবাক করার মতোই। এরচেয়ে অবাক করা তথ্য হচ্ছে স্টেডিয়ামটি নির্মাণের উদ্যোগটি নিয়েছেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মেয়েরা। বলা যায় তাদের অবদানেই ক্রিকেট মাঠ নির্মিত হতে যাচ্ছে ফুটবল-পাগল বার্সেলোনায়। এই অবদান অবশ্য আর্থিক নয়, বার্সেলোনার প্রশাসনের অর্থায়নে স্টেডিয়ামটি নির্মাণ করা হবে। 

ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের চেষ্টার অংশ হিসেবে বার্সেলোনার প্রশাসন ৩ কোটি ইউরো মূল্যের একটি স্টেডিয়ামের প্রস্তাব দিয়েছিল। বার্সেলোনার নাগরিকদের বলা হয়েছিল, ভোট দিয়ে পছন্দের প্রকল্প বেছে নিতে। এখানে ৮২২টি প্রকল্পের প্রস্তাব জমা পড়ে। বার্সেলোনার মানুষ ভোট দিয়েছেন ক্রিকেট স্টেডিয়াম প্রকল্পের পক্ষে! ক্রিকেট স্টেডিয়াম তৈরির পক্ষে ভোট দেয়া জনগণের অধিকাংশই মহিলা। ইংলিশ সংবাদমাদ্যম গার্ডিয়ান এমনই সংবাদ প্রকাশ করেছে।

বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মেয়েরা অনেকদিন ধরেই ক্রিকেট খেলে আসছেন। কিন্তু ক্রিকেট মাঠের অভাবে সেভাবে খেলা চালিয়ে নিতে পারছেন না তারা। তাদের স্বপ্ন একটা ক্রিকেট মাঠের। বার্সেলোনার মানুষের ভোটে এবার তাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতোদিন তারা মন্তিউর একটা বাস্কেটবল মাঠে ক্রিকেট খেলে আসছিল। 

স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ কীভাবে সফল হলো, এর পেছনের গল্প শুনিয়েছেন বার্সেলোনায় ক্রিকেট খেলা তরুণী ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিফসা বাট। ২০ বছর বয়সী হিফসা জানিয়েছেন, মাধ্যমিকের ছাত্রী থাকা অবস্থায় স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষকের কাছ ক্রিকেট খেলার প্রস্তাব পান তারা। এরপর হিফসার বাবা তাদের জন্য ক্রিকেট খেলার সরঞ্জামের ব্যবস্থা করেন।

হিফসা বলেন, 'সব কিছুর শুরু তিন বছর আগে মাধ্যমিক স্কুলে। আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক এসে বলেন, "আমরা স্কুল শেষে এখন থেকে খেলার জন্য একটা ক্রিকেট ক্লাব করব। কে কে নাম লেখাতে চাও"। আমার বাবা দিয়েছেন কীভাবে খেলতে হয়। এরপর আমরা নিজেরা খেলতে শুরু করি।'

এরপর ধীরে ধীরে ক্রিকেটের প্রতি নেশা বাড়তে থাকে হিফসাদের। কীভাবে একটি মাঠের ব্যবস্থা করা যায়, সেই চিন্তা করতে থাকেন তারা। এর মাঝে বার্সেলোনা প্রশাসনের প্রস্তাবের কথা জানতে পারেন তারা। দেরি না করে আবেদন করেন হিফসারা। 

ঠিকভাবে ক্রিকেট খেলত চান হিফসারা, স্পেনের মানুষের মাঝেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি করতে চান তারা, 'যথাযথভাবে ক্রিকেট খেলতে চাই আমরা, ১১ ক্রিকেটার নিয়ে। কাঠের বলে, ইনডোরে যে টেনিস বল দিয়ে খেলি, এভাবে নয়। আমাদের একটা ক্রিকেট মাঠ দরকার। যেখানে সিনথেটিক নয়, সত্যিকারের ঘাস থাকবে। আমরা পাকিস্তান, ভারতের মেয়ে, আমরা জানি ক্রিকেট কী। আমরা স্পেনে এ খেলার খবর ছড়িয়ে দিতে চাই।'

খুব সহজেই অবশ্য হিফসাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে আছে জটিলতা। স্টেডিয়াম নির্মাণে সমতল জায়গা দরকার। যা বার্সেলোনায় খুঁজে বের করা খুব কঠিন। বার্সেলোনা ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি ড্যামিয়েন ম্যাকমিউলেন বলেছেন, 'সমতল এবং ১৬০০ বর্গমিটার বিস্তৃত জায়গা বার্সেলোনায় খুঁজে বের করা প্রায় অসম্ভব।'

ম্যাকমিউলেন জানিয়েছেন, এরমধ্যেই বার্সেলোনায় ২০টি ক্রিকেট ক্লাব গড়ে উঠেছে। এই ক্লাবগুলো খেলেন ৭০০ ক্রিকেটার। এমনকি মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, মিনার্কোতেও ক্রিকেট ক্লাব আছে বলে জানান ম্যাকমিউলেন। মিনার্কোর ক্লাবটি ইংলিশ ক্রিকেটারদের নিয়ে গড়া। 

বার্সেলোনার ক্রিকেট ক্লাবগুলোতে স্থানীয় ক্রিকেটার নেই বললেই চলে। এসব ক্লাবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের ক্রিকেটার বেশি। এর মধ্যে কয়েকটি ক্লাব পুরোপুরি ভারত, পাকিস্তান ও বাংলাদেশিদের নিয়ে গড়া, খবর গার্ডিয়ানের। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.