বাবরকে ফেরালেন বিপ্লব
দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব। আরও দুটি উইকেট পেতে পারতেন বাংলাদেশের এই লেগ স্পিনার। কিন্তু তার বলে দুটি ক্যাচ ছোটে। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সবচেয়ে বড় উইকেটটি নিলেন বিপ্লব। বাবর আজমকে ফিরিয়েছেন তিনি। অথচ প্রথম ম্যাচে বিপ্লবকে দিয়ে বোলিং করানো ২০তম ওভারে।
১৯ রান করে বিদায় নেন বাবর। নতুন ব্যাটসম্যান হিসেবে রিজওয়ানের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন হায়দার আলী। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান
বলের আঘাতে মাঠ ছাড়লেন তাসকিন
বল হাতে দারুণ করছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে মাত্র ৩ রান দেওয়া বাংলাদেশের ডানহাতি এই পেসার নিজের দ্বিতীয় ওভারও দারুণভাবে শুরু করেন। কিন্তু প্রথম ডেলিভারিতেই ঘটলো বিপত্তি। তার করা বলে ড্রাইভ খেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বল ফেরাতে গিয়ে ডানহাতে চোট পেয়েছেন তাসকিন।
ডানহাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনির মাঝের অংশে আঘাত লেগেছে তারা। ফিজিও জুলিয়ান ক্যালেফাতো মাঠে ঢুকে তাসকিনের হাতের অবস্থা দেখেন। ফিজিওর পরামর্শে মাঠ ছেড়েছেন তিনি। তাসকিনের অসম্পূর্ণ ওভারের বাকি ৫ বল করেছেন অভিষিক্ত শহিদুল ইসলাম।
ছোট লক্ষ্যে ধীর-স্থির ব্যাটিং করছেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাববর আজম। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ২৮ রান তুলেছেন তারা। বাবর ১৭ ও রিজওয়ান ৯ রানে ব্যাটিং করছেন।