যেভাবে মেসিকে বরণ করে নিলো তার শহর রোসারিও

ফুটবল বিশ্বকাপ ২০২২

টিবিএস রিপোর্ট
21 December, 2022, 02:40 pm
Last modified: 21 December, 2022, 02:44 pm
কিন্তু রোসারিও অপেক্ষায় ছিল বিশেষ একজনের। তাদের সূর্যসন্তান, লিওনেল মেসি। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে জেতেননি এমন কিছু নেই, বাকি ছিল শুধু বিশ্বকাপ। সেই অপ্রাপ্তিও ঘুচিয়েছেন তিনি। তাকে বরণ করে নিতে তো সাজবেই রোসারিও। 

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ জেতার অপেক্ষা শেষের পেছনের সবচেয়ে বড় নায়ক তিনি। তাই স্বাভাবিকভাবেই নিজের জন্মস্থানে বীরের বেশেই ফিরেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের মুহূর্তের পর থেকেই আর্জেন্টিনার জনগণ অপেক্ষায় ছিল দল কখন দেশে ফিরবে দল। সেই প্রতিক্ষার অবসান ঘটেছে গতকালই। 

কিন্তু রোসারিও অপেক্ষায় ছিল বিশেষ একজনের। তাদের সূর্যসন্তান, লিওনেল মেসি। নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে জেতেননি এমন কিছু নেই, বাকি ছিল শুধু বিশ্বকাপ। সেই অপ্রাপ্তিও ঘুচিয়েছেন তিনি। তাকে বরণ করে নিতে তো সাজবেই রোসারিও। 

মেসির জন্য অপেক্ষা করছেন রোসারিও বাসী। ছবিঃ এএফপি।

বিশ্বকাপ শিরোপা নিয়ে দুইদিন আগে আর্জেন্টিনা সময় রাত ২.৩০ মিনিটে দেশে ফেরার পর থেকেই উদযাপনের শুরু হয়েছিল। সেটি আরো মাত্রা পায় দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে। প্রায় ৪০ লাখ আর্জেন্টাইন নেমে আসেন বুয়েন্স এইরেসের রাস্তায়। অবস্থা এমনই হয়েছিল, একটা সময় নিরাপত্তার কথা ভেবে খেলোয়াড়দের হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নিতে হয়েছে। 

বুয়েন্স এইরেস পর্ব ছেড়ে খেলোয়াড়রা ফিরে গেছেন যার যার জন্মস্থানে। মেসিও ফিরেছেন রোসারিওতে। সেখানে তার বাসার সামনে জড়ো হয়েছিলেন হাজারো রোসারিও বাসী। হেলিকপ্টার থেকে নেমে তাই মেসি সাথে সাথেই ঘরে ঢুকতে পারেননি। জনসমুদ্র ঠেলে তাকে পৌঁছাতে হয়েছে ঘরের দরজায়। 

একসময় তাকে আর্জেন্টাইন না হতে পারার অপবাদও শুনতে হয়েছে, সেই লিওনেল মেসিই এখন আর্জেন্টাইনদের উৎসবের সবচেয়ে বড় কারণ।

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.