আমরা ফ্রান্সকে ভয় পাই না: ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারাতে প্রস্তুত পোলিশ কোচ  

ফুটবল বিশ্বকাপ ২০২২

টিবিএস ডেস্ক
04 December, 2022, 08:50 pm
Last modified: 05 December, 2022, 12:26 am
ম্যাচের আগে পোল্যান্ডের অতিমাত্রায় ডিফেন্সিভ খেলার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন দলটির কোচ  চেসওয়াফ মিখনিয়েভিচ। তিনি জানিয়েছেন, সতর্ক হয়ে খেলার ফলেই শেষ ষোলোতে উঠতে পেরেছে পোল্যান্ড।

বিশ্বকাপে নক-আউট পর্বের ম্যাচে আজ রোববার (৪ ডিসেম্বর) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড। ম্যাচের আগে পোল্যান্ডের অতিমাত্রায় ডিফেন্সিভ খেলার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন দলটির কোচ  চেসওয়াফ মিখনিয়েভিচ। তিনি জানিয়েছেন, সতর্ক হয়ে খেলার ফলেই শেষ ষোলোতে উঠতে পেরেছে পোল্যান্ড।

রোববার পোল্যান্ডে খনিশ্রমিকদের জন্য সরকারি ছুটির দিন। দীর্ঘ ৩৬ বছর পর নকআউট পর্বে ওঠা পোল্যান্ডের সামনে আজ দুর্দান্ত গতির টিম ফ্রান্স। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র দুটি গোল হজম করেছে পোলিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা যদিও মিখনিয়েভিচের দলকে দুই গোলে হারিয়েছিল , কিন্তু তা সত্ত্বেও গ্রুপের অন্যান্য সমীকরণ মিলিয়ে নকআউট পর্বে পৌছেছে পোল্যান্ডই।

রোববারের ম্যাচকে সামনে রেখে পোলিশ কোচ বলেছেন, "বিশ্বকাপে যারাই ডিফেন্সিভ উপায়ে খেলেনি, তারা এখন টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে বাড়ি ফিরে গেছে এবং টিভিতে ম্যাচ দেখছে! এখন আমাদের গ্রুপ পর্ব শেষ, তাই আমরা পরিকল্পনা বদল করবো এখন।"

তিনি আরও বলেন, "হয় জিততে হবে নাহয় বাড়ি ফিরে যেতে হবে। আমরা গ্রুপ পর্ব পার হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং সেটা পূরণও করেছি। ৪ ডিসেম্বর পোল্যান্ডে খনি শ্রমিকদের জন্য সরকারি ছুটির দিন। আশা করি, আমরা এই ছুটির দিনটি উদযাপন করতে আমাদের সেরাটা উজাড় করে দিব। আমরা ফ্রান্সকে ভয় পাই না, তবে আমরা প্রতিপক্ষকে সম্মান করি।"

মিখনিয়েভিচের খেলার কৌশলকে এরই মধ্যে হোসে মরিনহোর সাথে তুলনা করা হচ্ছে। পর্তুগিজ কোচ মরিনহো একসময় তার ডিফেন্স-ফার্স্ট কৌশলে খেলার জন্য সুপরিচিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে একটু হেসে পোলিশ কোচ বলেন, "এই তুলনা এখন আর চলে না। ফুটবল মানেই হলো আপনাকে ট্রফি জিততেই হবে এবং সফল হতেই হবে, বিশেষ করে বিশ্বকাপে। বিশ্বকাপে দলগুলো এখন বেশ সচেতন যে তারা প্রতিপক্ষকে সহজেই গোল করার সুযোগ দেবে না। আমরা ডিফেন্সের দিক থেকে ভালো অবস্থানে ছিলাম এবং তারই পুরস্কারস্বরূপ আজ ফ্রান্সের সাথে খেলতে পারছি।"

মিখনিয়েভিচ জানান, আজ যদি পোল্যান্ড ফ্রান্সকে হারাতে পারে তাহলে তারাই হবে পরবর্তী বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এছাড়া, 'একদিনের জন্য বিশ্বকাপ জেতায়' তিনি তিউনিশিয়াকেও অভিনন্দন জানিয়েছেন! তবে পোলিশ কোচ জানান, অস্ট্রেলিয়া ও ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ দুটি বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছেন তারা।

তবে পোল্যান্ডের ভুলে গেলে চলবে না যে ফ্রান্সের ফরোয়ার্ড হিসেবে আছে বিশ্বখ্যাত তরুণ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, যিনি এরই মধ্যে বিশ্বকাপে তিন গোল করে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন।

এমবাপ্পেকে নিয়ে পোলিশ স্ট্রাইকার আরকাদিউস মিলিক বলেন, "এমবাপ্পে এত দ্রুত দৌড়ায়, তার মতো একজন মোটরবাইকের সাথে পাল্লা দেয়াটা কঠিনই হবে বৈকি! তবে আমাদের দলগতভাবে ভালো খেলতে হবে, একে অপরের সাথে বোঝাপড়াটা ভালো থাকতে হবে। কারণ একা একা কেউ এমবাপ্পেকে থামাতে পারবে না।"

এদিকে মিখনিয়েভিচ জানিয়েছেন, তিনি ফ্রান্সের খেলার কোনো দুর্বলতা এখনো পর্যন্ত খুঁজে পাননি। তবে তিনি এরকম মনমানসিকতা নিয়ে মাঠে যাবেন না যে তার দল রোববারই ঘরে ফিরে যাবে।

সূত্র: রয়টার্স 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.