সৌদি আরবের ড্রেসিংরুমের ভিডিও ভাইরাল, কোচের যে কথায় তেতে উঠেছিলেন খেলোয়াড়রা!  

ফুটবল বিশ্বকাপ ২০২২

টিবিএস ডেস্ক
25 November, 2022, 07:25 pm
Last modified: 25 November, 2022, 09:19 pm
এক পর্যায়ে রেনার্ড একজন খেলোয়াড়ের দিকে চিৎকার করে বলেন, "আমি দেখেছি মেসির পায়ে বল ছিল আর তুমি ডিফেন্সে চুপচাপ দাঁড়িয়ে ছিলে! তাহলে ফোনটা বের করে মেসির সাথে একটা ছবি নিয়ে নিলেও পারো!"

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে সারা বিশ্বকে অবাক করে দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের এই জয়ের নেপথ্য নায়ক তাদের কোচ হারভে রেনার্ড, যিনি শীর্ষ সারির একটি দলকে মোকাবিলা করার জন্য নিজের খেলোয়াড়দের অবিশ্বাস্যভাবে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন ম্যাচের দিন! আর্জেন্টিনার বিপক্ষে খেলার দিন বিরতির সময়ে সৌদি আরবের ড্রেসিং রুমে কী চলছিল, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। আর সেখানেই ধরা পড়েছে কিভাবে কোচ রেনার্ড তার খেলোয়াড়দের জিতে আসার জন্য অনুপ্রাণিত করছিলেন!

বৃহস্পতিবার সৌদি আরবের অফিশিয়াল টুইটার একাউন্টেই ড্রেসিং রুমের সেই ভিডিও আপলোড করা হয়েছে। বিশ্বকাপে ইতিহাস গড়ার কয়েক দিনের মাথায় সৌদি আরবের ড্রেসিং রুমের ভিডিওটি নিয়েও তুমুল হইচই পড়ে গেছে।

হারভে রেনার্ড। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর আর্জেন্টিনার তিনটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেপাল্টে যায় দৃশ্যপট। পাঁচ মিনিটের মধ্যে সৌদি আরবের হয়ে দুই গোল করেন সালেম আল-দাওসারি ও সালেম আল-শেহরি। এরপর আধঘণ্টারও বেশি সময় হাতে পেলেও সৌদি আরবের ডিফেন্স ভেদ করে জয় ছিনিয়ে আনতে পারেনি আর্জেন্টিনা।

কিন্তু সৌদি আরবের এই জয় নিশ্চিতের পেছনে যে কোচ হারভে রেনার্ডের মন্ত্রণাই কাজ করেছে তা ভিডিওতে প্রমাণ পাওয়া গেছে। প্রথমার্ধ শেষে বিরতির সময়ে দলের ড্রেসিং রুমে খেলোয়াড়দের সাথে কথা বলেন রেনার্ড।

সৌদি আরবের মিডফিল্ডার আবদুলিল্লাহ আল-মালকি বলেন, "আমাদের কোচ ভীষণ পাগলাটে! তিনি পুরো বিরতির সময়টা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন, এমন সব কথা বলেছেন যে আমাদের মনে হচ্ছিলো মাঠে গিয়ে প্রাণপণে লড়াই করে খেলি!"

এমনকি রেনার্ডের কথায় তার চোখে পানি এসে গিয়েছিল বলেও জানান আল-মালকি। তার ভাষ্যে, "খেলার আগে আমরা কোচের সাথে কথা বলছিলাম, আল্লাহর কসম, আমি তখন কাঁদছিলাম! তিনি আমাদের এতটাই অনুপ্রাণিত করেছিলেন যে খেলতে নামার জন্য তর সইছিল না আমাদের!"

জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে ২০১২ ও ২০১৫ সালে আফ্রিকা কাপজয়ী ফরাসি কোচ হারভে রেনার্ড ড্রেসিং রুমে থাকা খেলোয়াড়দের বলেছিলেন যে, তারা তাদের প্রতিপক্ষকে প্রথম ৪৫ মিনিটে অনেক বেশি সম্মান দিয়ে ফেলেছে!

এক পর্যায়ে রেনার্ড একজন খেলোয়াড়ের দিকে চিৎকার করে বলেন, "আমি দেখেছি মেসির পায়ে বল ছিল আর তুমি ডিফেন্সে চুপচাপ দাঁড়িয়ে ছিলে! তাহলে ফোনটা বের করে মেসির সাথে একটা ছবি নিয়ে নিলেও পারো!"

রেনার্ড তার দলের খেলোয়াড়দের চিৎকার করে বলছিলেন, "তোমাদের কি কিছু অনুভব হচ্ছে না এখানে? তোমাদের মনে হচ্ছে না যে আমরা জিততে পারি এই ম্যাচটা? মনে হচ্ছে না কি? তারা একদম আরামে খেলেছে। কাম অন! এটা বিশ্বকাপ। নিজেদের সবটা দিয়ে লড়াই করো!"

বলাই বাহুল্য যে কোচের এই ভৎর্সনা ও অনুপ্রেরণা মিলেই ম্যাচের দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছিল সৌদি আরব এবং এমন ইতিহাসের জন্ম দিয়েছে যা লাখো আর্জেন্টাইন ভক্তদের স্তম্ভিত করে দিয়েছে!

সূত্র: গিভমিস্পোর্ট 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.