দ্বিতীয় টেস্টে খেলার বিষয়টি সাকিবের ওপর!
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ দুটি ম্যাচ খেলা হয়নি সাকিব আল হাসানের। চোট কাটিয়ে উঠতে না পারায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলা হয়নি তার। দ্বিতীয় টেস্টেও তার ফেরা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। তবে সেই অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। খেলার জন্য ফিট হয়ে উঠেছেন সাকিব।
যদিও দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারটি অনেকটাই নির্ভর করছে সাকিবের সিদ্ধান্তের ওপর। সাকিব নিজেকে ফিট মনে করলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলবেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। ফিট মনে না করলে ৪ নভেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও বিশ্রামে থাকবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সোমবার মিরপুরে ফিটনেস পরীক্ষা দিয়েছেন সাকিব। ফিজিও-ট্রেনাররা তার ফিটনেসে সন্তুষ্ট। মঙ্গলবার নির্বাচকদের সঙ্গে সাকিবের বসার কথা রয়েছে। কালই দ্বিতীয় টেস্টে তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
সাকিবের খেলা, না খেলার ব্যাপারে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য তেমন কিছু জানেন না। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকান এই কোচ বলেন, 'এখনও জানি না সাকিব খেলবে কিনা। ফিটনেস টেস্ট দিয়েছে। আমরা ফিজিও-ট্রেনারের মূল্যায়নের জন্য অপেক্ষা করব।'
স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে নিজের একাডেমিতে অনুশীলন শুরু করেছেন সাকিব। সেখানে কয়েকদিন ব্যাটিং-বোলিং করেন তিনি। অনুশীলনে তার সমস্যা হয়নি, স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং-বোলিং করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এরপর আজ দিলেন ফিটনেস টেস্ট। সব মিলিয়ে ঢাকা টেস্টে সাকিবের খেলার সম্ভাবনাই বেশি।