দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার
মাঠে বাদানুবাদে জড়িয়ে পড়াসহ প্রতিপক্ষ খেলোয়াড়কে চড় মারায় শাস্তি অবধারিতই ছিল। কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন নেইমার, সেটা জানার অপেক্ষা ছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে জানিয়ে দেওয়া হয়েছে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ তিনি। ফরাসি ফুটবল কর্তৃপক্ষ বুধবার এই ঘোষণা দেয়।
নেইমারের তোলা বর্ণবাদের অভিযোগও তদন্ত করবে লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি)। ম্যাচ শেষে পিএসজির এই ফরোয়ার্ড অভিযোগ করেন, মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজ তাকে বর্ণবাদী (বাঁদর) গালি দিয়েছেন।
গত রোববার লিগ ওয়ানে মার্শেইয়ের মুখোমুখি হয় পিএসজি। ১-০ গোলে ফরাসি চ্যাম্পিয়নদের হেরে যাওয়ার সেই ম্যাচের শেষ মুহূর্তে একটি ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। একে অপরকে লাথিও মারেন তারা। এ সময় মেজাজ হারানো নেইমার গঞ্জালেজের মাথার পেছনে চড় কষে দেন। এতে লাল কার্ড দেখতে হয় নেইমারকে।
কেবল নেইমারই নন, সেই ম্যাচে দুই দলের মোট ৫জন খেলোয়াড় লাল কার্ড দেখেন। এই ৫ জনকেই শাস্তি দেওয়া হয়েছে। মার্শেই ডিফেন্ডার জর্ডান আমাভিকে লাথি মারা পিএসজির লেভিন কুরজাওয়া সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন। তাকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এলএফপি।
শাস্তি পেয়েছেন আমাভিও। তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেজকে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তার সঙ্গে বিবাদে জড়ানো মার্শেইয়ের বেনেদিত্তো এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
পিএসজি উইঙ্গার আনহেল ডি মারিয়াও নিষিদ্ধ হতে পারেন। তার বিরুদ্ধে মাঠে আলভারো গঞ্জালেজকে থুতু মারার অভিযোগ তোলা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর ডি মারিয়াকে ডেকেছে লিগের শৃঙ্খলা কমিটি।