দুঃস্বপ্নের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

খেলা

টিবিএস রিপোর্ট
04 April, 2021, 12:00 pm
Last modified: 04 April, 2021, 05:53 pm
নিউজিল্যান্ড সফরে সবচেয়ে বড় হতাশার অংশ ছিল ফিল্ডিং। বল ধরতেই যেন ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গ্রাউন্ড ফিল্ডিংয়ে মিসের মহড়া চলেছে। আর ক্যাচ উঠলেই তা মাটিতে ফেলেছেন প্রায় সব ক্রিকেটার। 

নিউজিল্যান্ডে দীর্ঘ সফরের পর দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে রোববার ১০টা ৪০ মিনিটে ঢাকা এসে পৌঁছায় বাংলাদেশ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড সময় ৩ এপ্রিল রাত ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিট) রওনা করে বাংলাদেশ। মাঝে দুবাইয়ে যাত্রাবিরতি ছিল।

১৮ জন ক্রিকেটার (তামিম ইকবাল ও হাসান মাহমুদ আগেই ফিরেছেন) দেশে ফিরলেও কোচিং স্টাফের সবাই আসেননি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিউজিল্যান্ডে ছুটি কাটাবেন। ফিল্ডিং কোচ রায়ান কুক দক্ষিণ আফ্রিকা গেছেন পরিবারের কাছে। কোচিং ও সাপোর্ট স্টাফের বাকি সদস্যরা ফিরেছেন দলের সঙ্গে।

নিউজিল্যান্ডে প্রায় দেড় মাসের দীর্ঘ সফরে কোনো সাফল্যই ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশ দলের। উল্টো নিজেদের চেনা ছন্দ হারিয়ে হতশ্রী পারফরম্যান্স করেছে পুরো দল। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। দলীয় অর্জন তো নেই-ই, বলার মতো ব্যক্তিগত পারফরম্যান্সও করতে পারেননি কোনো ক্রিকেটার। 

দুই-একটি পারফরম্যান্স ছাড়া ব্যাটে-বলে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা ছিল করুণ। এই সফরে সবচেয়ে বড় হতাশার অংশ ছিল ফিল্ডিং। বল ধরতেই যেন ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গ্রাউন্ড ফিল্ডিংয়ে মিসের মহড়া চলেছে। আর ক্যাচ উঠলেই তা মাটিতে ফেলেছেন প্রায় সব ক্রিকেটার। 

ফিল্ডিংয়ে এতটাই হতশ্রী অবস্থা ছিল যে, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আফিফ হোসেন ধ্রুব একটি ক্যাচ নেওয়ার পর ধারাভাষ্যকার বলে ওঠেন, 'অবশেষে বাংলাদেশের কোনো ফিল্ডার ক্যাচ নিতে পারলেন।' 

ব্যাটে-বলের পারফরম্যান্সের হিসাব বাদ দিয়ে শুধু মিস হওয়া ক্যাচগুলো বর্ণনা করলেই মুখ লুকানোর মতো অবস্থা হবে বাংলাদেশের ক্রিকেটারদের। ফেলে দেওয়া ওই ক্যাচগুলো নিতে পারলেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সাফল্যের ঝুলিতে কিছু জমা হতো পারতো। 

কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এই ছয় ম্যাচের মধ্যে কেবল দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করতে পেরেছে তামিম ইকবালের দল। ম্যাচটি জিততেও পারতো বাংলাদেশ। কিন্তু ফিল্ডিং আর ক্যাচ মিসের মিছিলের কারণে সেটা সম্ভব হয়নি। বাকি ম্যাচগুলোতে অনেকটা আত্মসমর্পণ করেই হেরেছে বাংলাদেশ। 

দেশে ফিরে বিশ্রামের জন্য তেমন সুযোগ পাবেন না ক্রিকেটাররা। শুরু করতে হবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে রওয়া দেওয়ার কথা মুমিনুল হকের দলের। যদিও করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সফরটির ভাগ্য শঙ্কায় পড়ে গেছে। কিন্তু বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.