টেস্ট থেকে বাদ মাহমুদউল্লাহ, দলে একাধিক পরিবর্তন
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তান সফরে অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটিংয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল বিসিবির উচ্চ মহল থেকে। যে কারণে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে দিয়ে মাহমুদউল্লাহর কাছে তার বাদ পড়ার বার্তা আগেই পাঠানো হয়েছিল।
শুধু মাহমুদউল্লাহই নন, টেস্ট দলে এসেছে আরও কয়েকটি পরিবর্তন। বিয়ের কারণে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। পিঠে ব্যথা থাকার কারণে ডানহাতি পেসার আল আমিন হোসেনকে বিবেচনা করা হয়নি। বাদ পড়েছেন আরেক ডানহাতি পেসার রুবেলও।
নতুন মুখ হিসেবে প্রথমবারের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন হাসান মাহমুদ ও ইয়াসির আলী। পাকিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম দলে ফিরেছেন। এ ছাড়া স্কোয়াডে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে।
সর্বশেষ ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছেন তাসকিন। মাঝে কয়েকটি সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি।
টেস্টের অটো চয়েজ হয়ে ওঠা ডানহাতি পেসার আবু জায়েদ রাহির সঙ্গে টিকে গেছেন এবাদত হোসেন।
পাকিস্তান সফরে দুজন স্পিনারকে নেওয়া হলেও এবার স্কোয়াডে আছেন তিনজন। তাইজুল ইসলাম ও নাঈম হাসানের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন মেহেদী হাসান মিরাজ।
স্কোয়াড নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমার বিশ্বাস বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সেরা সম্ভাব্য দলই গড়েছি। অভিজ্ঞতা ও তারুণ্যর মিশেলে দলটি ভালো হয়েছে।’
দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘কিছু খেলোয়াড়ের জন্য এটা দুর্ভাগ্য যে তারা বাদ পড়েছে। তবে আমরা ভারসাম্য ও ধারাবাহিকতায় বেশি জোর দিয়েছি। মাহমুদউল্লাহর লাল বল থেকে বিরতির দরকার ছিল।’
’চোট আছে আল আমিনের, সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য পুরোপুরি ফিট হয়ে উঠতে তাকে সময় দেয়া হয়েছে। ওই ফরম্যাটে সে বেশি গুরুত্বপূর্ণ। আপাতত রুবেল লাল বলের পরিকল্পনায় নেই। ছুটি নেওয়ায় সৌম্যকে বিবেচনা করা হয়নি।’
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২২ ফেব্রুয়ারি। এরআগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলবেন আকবর আলীসহ বিশ্বজয়ী যুব দলের ৬ ক্রিকেটার।
বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী।