টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক!

টেস্টে আগেই কিপিং ছেড়েছেন মুশফিকুর রহিম। এবার টি-টোয়েন্টিতেও কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির পর এমনই জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে মুশফিকের কিপিংয়ের বিষয়ে রাসেল ডমিঙ্গো বলেন, 'এখানে একটু বদল এসেছে। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে সম্ভবত টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না।'
'আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, মুশফিকের আর এই সংস্করণে কিপিং করার ইচ্ছা আছে। তাই সোহান ও সম্ভবত লিটনের দিকেই এই দায়িত্ব পালনের জন্য মনোযোগ দিতে হবে এই সিরিজে।' যোগ করেন প্রোটিয়া এই কোচ।
মুশফিকুর রহিম নাকি নুরুল হাসান সোহান; কার হাতে থাকবে কিপিং গ্লাভস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে এমন প্রশ্ন উঠেছিল। উত্তরে রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে সোহান এবং পরের দুই ম্যাচে মুশফিক কিপিং করবেন।
ডমিঙ্গো বলেছিলেন, 'সোহান প্রথম দুই ম্যাচে কিপিং করবে, পরের দুই ম্যাচে মুশফিক। এই সিরিজে আমরা উইকেটরক্ষকের দায়িত্ব ভাগাভাগি করছি। ওই ম্যাচগুলোতে দুজনের পারফরম্যান্স পর্যালোচনা করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচের কিপার। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা।'
ডমিঙ্গোর কথা মতো তৃতীয় টি-টোয়েন্টিতে মুশফিকের কিপিং করার কথা ছিল। কিন্তু একাদশ ঘোষণা করলে দেখা যায় সোহানকেই উইকেটরক্ষক রাখা হয়েছে। সে সময় কারণ না গেলেও পরে কোচ জানালেন, এই ফরম্যাটে আর কিপিং-ই করতে চান না মুশফিক।