জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন আকবরসহ ৬ যুবা
লম্বা এক সফর, যে সফরের শুরু থেকে চোখে-মুখে ছিল কেবলই শিরোপা স্বপ্ন। স্বপ্নকে ছুঁয়ে দেখেছেন বাংলাদেশের যুবারা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন আকবর আলী, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলামরা।
দেশে ফিরে অভ্যর্থনা নিতে নিতে আরও কিছুটা ক্লান্ত হতে হয়েছে বিশ্বজয়ীদের। মিলেছিল কয়েকদিনের ছুটি। কিন্তু সেটাও কমে এলো জিম্বাবুয়ে দল আসায়।
দ্রুতই ঢাকা ফিরতে হবে আকবরসহ ৬ যুবাকে। একমাত্র টেস্টের আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
এই ম্যাচে বিসিবির একাদশে জায়গা মিলেছে যুবা অধিনায়ক আকবর আলীর। আকবরের সঙ্গে আরও ৫জন যুবাকে এই ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা বিসিবির। বিকেএসপির তিন নম্বর মাঠে আয়োজন করা এই ম্যাচে আকবর ছাড়াও খেলবেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন।
এই ছয় ক্রিকেটারের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বেশিরভাগ ক্রিকেটার বিসিএল খেলায় ব্যস্ত। তৃতীয় রাউন্ড শেষ হবে সোমবার। তাদেরকে বিসিবি একাদশ খেলানো একটু কঠিনই। কারণ এখানে জার্নির ব্যাপার আছে। ওদের ছয়জনকে নেয়া হচ্ছে। প্রস্তুতি ম্যাচ বলেই এভাবে ভাবা হয়েছে।’
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল আকবর আলীর। দক্ষিণ আফ্রিকা থাকা অবস্থাতেই তিনি সেটা জানিয়েছিলেন। কিন্তু দেশে ফিরে সময়ে মেলাতে পারেননি আকবর।
বুধবার সন্ধ্যায় দেশে ফিরে বৃহস্পতিবার সকালে দেশের বাড়ি রংপুরে যান তিনি। কয়েকদিন ফুরসতের সুযোগ মিললেও সেটা আর এখন হচ্ছে না। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার বিকালে ঢাকা এসেছে জিম্বাবুয়ে।
এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে।