জিম্বাবুয়েতে এক ম্যাচ আগেই সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা
রেকর্ড গড়া জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাই পর্বের আগে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলা এই সিরিজের দ্বিতীয় ম্যাচেও দাপট দেখালেন সালমা, জাহানারা, ফারজানারা। আরেকটি বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিল বাংলাদেশ।
শনিবার বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে সফরকারীরা। নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হওয়া তৃতীয় ওয়ানডেতে আগামী ১৫ নভেম্বর বুলাওয়েতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ম্যাচের চেয়ে উন্নতি হলেও বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে। নাহিদা আক্তার, জাহানারা আলম, সালমা খাতুনদের বোলিং তোপে ৪৬.৪ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে দুই অপরাজিত ব্যাটার মুর্শিদা খাতুন ও ফারজানা হকের হাফ সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে (১৫৩ বল হাতে রেখেই) জয় তুলে নেয় বাংলাদেশ।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ১০ রানেই ওপেনার শারমিন আক্তারকে হারায় বাংলাদেশ। কিন্তু শুরুর চাপ দলকে বুঝতেই দেননি মুর্শিদা ও ফারজানা। দ্বিতীয় উইকেটে ১১৫ রানের রেকর্ড জুটি গড়ে জয় তুলে নেন তারা। মুর্শিদা ৬৫ বলে ৮টি চারে ৫১ রান করেন। ৬৮ বলে ৭টি চারে ৫৩ রানে অপরাজিত থাকেন ফারজানা। আউট হওয়া শারমিন ৮ রান করেন।
এর আগে জিম্বাবুয়ে পুরো ইনিংসেই ধুঁকে ধুঁকে ব্যাটিং করে। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নায়াশা গুয়ানজুরা। ৩৩ রান করেন মডেস্টার মুপাচিকা। এ ছাড়া অধিনায়ব ম্যারি-আনে মুসোন্ডা ১০, ক্রিস্টাবেল চ্যাটোনজুয়া ১৪ ও এসথার এমবোফানা ১৪ রান করেন।
প্রথম ওয়ানডের মতো এই ম্যাচেও দারুণ বোলিং করেন নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার ৩০ রান খরচায় ৩টি উইকেট নেন। সালমা ও জাহানারা পান ২টি করে উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নেন রিতু মনি ও ফাহিমা খাতুন।