জিততে বিশ্ব রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে

খেলা

টিবিএস রিপোর্ট
02 May, 2021, 01:40 pm
Last modified: 02 May, 2021, 02:12 pm
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান। জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়তে হবে, টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে যোগ করতে হবে নতুন পাতা। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৯ উইকেটে ১৯৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান। টেস্ট ক্রিকেটে কোনো দলই এতো রান তাড়া করে কখনও জিততে পারেনি। জিততে হলে বাংলাদেশকে তাই রেকর্ড গড়তে হবে, টেস্ট ইতিহাসের রেকর্ড বইয়ে যোগ করতে হবে নতুন পাতা। 

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ১৮ বছর আগে ক্যারিবীয়দের সেই রান তাড়ার রেকর্ড এখনও অক্ষুণ্ন। ২০০৩ সালে অ্যান্টিগুয়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ব্রায়ান লারার দল। 

টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে ৪০০- এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড মাত্র ৪টি। দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৪ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করা ভারত ১৯৭৬ সালে পেরিয়েছিল ৪০৬ রানের লক্ষ্য।

প্রথমবারের মতো ৪০০-এর বেশি রান তাড়া করার ঘটনাটি ৭৩ বছর আগের। যাদের বিপক্ষে সবচেয়ে বড় রান তাড়ার দুটি রেকর্ড, সেই অস্ট্রেলিয়াই প্রথমবারের মতো ৪০০-এর বেশি রান তাড়া করে টেস্ট জিতেছিল। ১৯৪৮ সালে লিডসে ইংল্যান্ডের দেওয়া ৪০৪ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়েই পেরিয়ে গিয়েছিল স্যার ডন ব্র্যাডম্যানের দল।     

সব মিলিয়ে ৪৩৭ রানের লক্ষ্য পাড়ি দেওয়া বাংলাদেশের কাছে অসম্ভবের মতোই। এ ছাড়া বাংলাদেশের রেকর্ডও বলে, এতো পথ পাড়ি দেওয়া সাত-সমুদ্দুর দেওয়া। ২০০৯ সালে গ্রেনাডাতে ২১৫ তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ওটাই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। 

শ্রীলঙ্কার মাটিতেও এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই। দেশটিতে ৩৮৮ রান সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। রেকর্ডটি শ্রীলঙ্কার দখলেই, ২০১৭ সালে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮৮ রানের পাহাড় টপকে জিতেছিল লঙ্কানরা। শ্রীলঙ্কাতে তাদের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে এই পাল্লেকেলেতেই লঙ্কানদের দেওয়া ৩৭৭ রানের লক্ষ্য ৩ হারিয়েই পেরিয়ে যায় পাকিস্তান। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.