জর্ডানের দাবি নারী দলে পুরুষ গোলকিপার খেলাচ্ছে ইরান
জর্ডান ও ইরানের মধ্যকার নারী এশিয়া কাপের বাছাই পর্বের একটি ম্যাচ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরান এ ম্যাচে গোলকিপার হিসেবে একজন পুরুষ খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল বলে দাবি করেছে জর্ডান ফুটবল ফেডারেশন।
সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে লেখা এক চিঠিতে জোহরেহ কৌদাই নামের সেই খেলোয়াড়ের লিঙ্গ যাচাই করার দাবি জানিয়েছে জর্ডান।
গত ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়ে টাইব্রেকারে যায়। শ্যুট-আউটে জর্ডানকে ৪-২ গোলে হারিয়ে এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে ইরান। দুটি গুরুত্বপূর্ণ সেভ করে জয়ের নায়ক বনে যান ইরান গোলকিপার জোহরেহ কৌদাই।
তবে এই ম্যাচের পর থেকেই জর্ডান দাবি করে আসছে, কৌদাই একজন পুরুষ।
জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন হুসেন সম্প্রতি এক টুইট বার্তায় লিখেন, "সত্য হলে এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু"। টুইট বার্তায় এএফসিকে জেগে ওঠার আহ্বান জানান তিনি।
ইরানি সংবাদপত্রগুলোও এর আগে কৌদাইয়ের লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে।
তবে এবার ইরানের নারী দলের প্রধান কোচ, মরিয়ম ইরানদোস্ট তার গোলকিপারের পাশে এসে দাঁড়িয়েছেন। ৩২ বছর বয়সী কৌদাইয়ের বিরুদ্ধে আসা এসব অভিযোগকে খারিজ করে দিয়েছেন তিনি।
এএফসি ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুসারে এর আগে ২০০৮ ও ২০১০ এশিয়া কাপের বাছাইপর্বেও নারী দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন কৌদাই।
- সূত্র: টকস্পোর্ট