ছোট আফ্রিদির বিরাট কীর্তি
আইপিএল শুরু হলেও বরাবরের মতো সেখানে নেই পাকিস্তানের ক্রিকেটাররা। দুই দেশের বৈরী সম্পর্কের কারণে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না। দুবাইতে যখন আইপিএল চলছে, পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার তখন ইংল্যান্ডে খেলছেন ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট।
এই টুর্নামেন্টে বল হাতে দারুণ এক কীর্তি গড়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। টানা চার বলে চার উইকেট নিয়েছে তরুণ এই পেসার। তার বোলিং তোপে পড়ে দিক হারিয়ে ফেলা মিডলসেক্স ম্যাচ হেরেছে ২০ রানে।
দারুণ কীর্তির এই ম্যাচে মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন ম্যাচ সেরা শাহীন আফ্রিদি। ৬টি উইকেটই বোল্ড করে নিয়েছেন তিনি, যা একজন বোলারের কাছে রীতিমতো স্বপ্নের মতো। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে এমন কীর্তি বিরল।
রোববার মিডলসেক্সের মুখোমুখি হয় শাহীন আফ্রিদির দল হ্যাম্পশায়ার। প্রথমে ব্যাটিং করা হ্যাম্পশায়ার বড় স্কোর গড়তে পারেনি। ৯ উইকেটে ১৪১ রান তোলে তারা। জবাবে জয়ের পথে থাকলেও শাহীনের আগুনে বোলিংয়ে ২০ রান আগেই গুটিয়ে যায় মিডলসেক্সের ইনিংস। ১২১ রানে শেষ হয় তাদের ইনিংস।
২৪ বলে ৩৭ রান দরকার ছিল মিডলসেক্সের। ক্রিস উডের করা ১৭তম ওভার থেকে ১৪ রান তুলে নিয়ে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয় কাউন্টির দলটি। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন শাহীন। প্রথম দুই বলে দুই রান খরচা করেন তিনি। মিডলসেক্স তখন জয়ের আরও কাছে।
এমন সময় বল হাতে তাণ্ডব শুরু হয় পাকিস্তানের হয়ে ১১ টেস্ট, ১৯ ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা শাহীন আফ্রিদির। মিডলসেক্সের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করা জন সিম্পসনের স্টাম্প উপড়ে শুরুটা করেন তিনি। এরপর একে একে স্টিভেন ফিন, থিলান ভিলাল্লাভিতা ও মুরতাগের স্টাম্প ভাঙেন পাকিস্তানের বাঁহাতি এই পেসার।