চ্যাম্পিয়নস লিগে দুই বছর নিষিদ্ধ ম্যান সিটি
উয়েফার আর্থিক নীতি ভঙ্গ করায় চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ইউয়েফার আর্থিক নীতিভঙ্গের(এফএফপি) কারণে ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না সিটি। এর মধ্যেই অবশ্য সিটি সিদ্ধান্তটির বিপক্ষে উচ্চতর আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে।
শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। এ নিষেধাজ্ঞার কারণে ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ম্যান সিটি।
২০১১ সাল থেকে ইউয়েফার আর্থিক নীতি ফিনান্সিয়্যাল ফেয়ার প্লে চালু হয়েছে। যা সংক্ষেপে এফএফপি নামেই পরিচিত।
দলবদলের বাজারে কোনো দল যেন অতিরিক্ত অর্থ খরচ করতে না পারে সেটা দেখভাল করাই এই নীতির উদ্দেশ্য। পেট্রোডলারের আশীর্বাদধন্য ম্যান সিটির দিকে এফএফপির তীর উঠছিল অনেক আগে থেকেই।
আমিরাতের শেখ জায়েদ আল মনসুর দায়িত্ব নেওয়ার পর কাড়ি কাড়ি টাকা খরচ করেছে সিটি। তবে এতদিন আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগে শাস্তি পেতে হয়নি তাদের। এবার শাস্তিটা বেশ বড়ই হয়েছে।