চিরচেনা আঙিনায় ফিরলেন রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
28 August, 2021, 01:10 am
Last modified: 28 August, 2021, 01:17 am
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্ব শাসনের শুরু ম্যান ইউতেই হয়েছিল। ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই ম্যান ইউতেই পাড়ি জমালেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেওয়ার পর গুঞ্জন ওঠে জুভেন্টাস ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে দলে ভেড়ানোর দৌড়ে শোনা যায় পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির নাম। গত কয়েক দিনে বিশ্ব সংবাদমাধ্যমের খবরে মনে হয়েছিল সিটিতেই নতুন ঠিকানা গাড়তে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। কিন্তু হিসেব পাল্টে যেতে সময়ই লাগলো না। জুভেন্টাস ছেড়ে চিরচেনা ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখালেন রোনালদো। 

স্পোর্টিং লিজবন থেকে ওল্ড ট্র্যাফোর্ডে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। বিশ্ব শাসনের শুরুর পর্বটা এখানেই হয়েছিল তার। তার সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শুরু ম্যান ইউতেই। তারকা হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে রোনালদো হয়ে ওঠেন মহাতারকা। ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই ম্যান ইউতেই পাড়ি জমালেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

রোনালদোকে দলে ভেড়ানোর খবরটি ম্যান ইউ কর্তৃপক্ষ শুক্রবার রাতে নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরের ছেলেকে ফেরানোর খবরটি জানায় ইংলিশ জায়ান্টরা। এখনও চুক্তির মেয়াদ ও ট্রান্সফার ফি-এর বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রিয় ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত রোনালদো। তবে জুভেন্টাস তার হৃদয়ে থাকবে বলে জানিয়েছেন পুর্তগিজ এই সুপার স্টার। ম্যান ইউর সঙ্গে চুক্তি হওয়ার পর রোনালদো বলেছেন, 'দারুণ একটি ক্লাব থেকে আজি আমি বিদায় নিলাম। ইতালির সবচেয়ে বড় ও ইউরোপের অন্যতম বড় ক্লাব থেকে বিদায় নিলাম। জুভেন্টাসের জন্য আমি সামর্থ্যের সবটুকু দিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুরিন শহরটাকে ভালোবাসব।'

রোনালদো আরও বলেছেন, 'জুভেন্টাস সমর্থকরা সব সময় আমাকে সম্মান করেছে এবং তাদের সম্মানের জবাবে আমি প্রতি ম্যাচে, মৌসুমে ও প্রতিযোগিতায় তাদের জন্য লড়েছি। সবশেষে আমরা পেছন ফিরে তাকিয়ে অনুধাবন করতে পারি যে, আমরা অসাধারণ কিছু অর্জন করেছি, যা কিছু চেয়েছিলাম সবটা নয়; তবে সবাই মিলে দারুণ একটি গল্প লিখেছি।'

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ম্যান ইউতে দারুণ একটি অধ্যায় কাটান রোনালদো। ২০০৯ সালে গিয়ে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বার্নাব্যুতে ইতিহাস গড়া ৯টি মৌসুম পার করেন তিনি। ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখান পাঁচবারের ব্যালন ডি অ'র জয়ী। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) হয়ে লা লিগা, সিরি আ ঘুরে আবার পুরনো ঠিকানায় ফিরলেন রোনালদো। 

প্রথম অধ্যায়ে ম্যান ইউর হয়ে ২৯২ ম্যাচে ১১৮টি গোল করেছেন তিনি, রেড ডেভিলদের হয়ে জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি প্রিমিয়ার লিগের শিরোপা। এ ছাড়া দুটি লিগ কাপ ও একটি এফএ কাপ জেতার পথে ম্যান ইউর অন্যতম অংশ ছিলেন রোনালদো।  

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.