গোল উৎসবে শুরু চ্যাম্পিয়ন বায়ার্নের
চ্যাম্পিয়ন বলে কথা। তাদের শুরুটা তো দাপুটেই হওয়ার কথা! তবে বায়ার্ন মিউনিখ যেভাবে মৌসুম শুরু করলো, এতোটা হয়তো নিজেরাও আশা করেনি। বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে শ্যালকে ০৪' এর জালে গোল উৎসব করেছে জার্মান চ্যাম্পিয়নরা।
কিছুদিন আগেই বার্সেলোনার জালে গোল উৎসব করার স্মৃতি ফিরিয়ে এনেছে বায়ার্ন। সার্গে জিনাব্রির গোলে শ্যালকেকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম সপ্তাহে এতো বড় জয় আর কোনো দল পায়নি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জালেও ৮বার বল পাঠিয়েছিল তারা।
গোল উৎসবের এই ম্যাচে সার্গে জিনাব্রি অনেকটা হেসেখেলেই হ্যাটট্রিক পূরণ করে নেন। এ ছাড়া একটি করে গোল করেন রবার্ট লেভানডোভস্কি, লেয়ন গোরেটস্কা, টমাস মুলার, লেরয় সানে ও জামাল মুসিয়ালা। শ্যালকে কেবল গোল হজম করেই গেছে। অনেক চেষ্টা করেও লাভ হয়নি, একবারও বায়ার্নের জালের ঠিকানা পায়নি তারা।
এই জয়ে বায়ার্নের টানা জয়ের রেকর্ড আরও মজবুত হলো। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচ জিতল বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। গত বছরের ৭ ডিসেম্বরে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে সর্বশেষ ম্যাচ হেরেছিল বায়ার্ন। এরপর থেকে টানা ৩১ ম্যাচ অপরাজিত আছে দলটি। এর মধ্যে ৩০টি জয় ও একটি ড্র করে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
শুক্রবার শ্যালকের বিপক্ষে বায়ার্নের গোল উৎসবের শুরু হয় জিনাব্রির গোল দিয়ে। ম্যাচের চতুর্থ মিনিটেই শ্যালকের জালে বল পাঠান এই জার্মান উইঙ্গার। ১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গোরেটস্কা। ৩১তম মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে গোল করেন লেভানডোভস্কি।
প্রথমার্ধে আর গোল হয়নি। ৪৭তম মিনিটে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন জিনাব্রি। পরের গোলটিও তার। ৫৯ মিনিটে শ্যালকের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তরুণ এই উইঙ্গার। ১০ মিনিট গোলের দেখা পান টমাস মুলার। এরপর ৭১ ও ৮১ মিনিটে গোল করেন লেরয় সানে ও জামাল মুসিয়ালা।