গাম্পের ট্রফি জিতলো বার্সেলোনা
প্রাক মৌসুমের প্রস্তুতি পর্বটা ভালোভাবেই সারলো বার্সেলোনা। প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে ম্যাচ জেতা স্প্যানিশ জায়ান্ট শেষ প্রস্তুতি ম্যাচেও জয় পয়েছে। এই জয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতেছে লিওনেল মেসির দল।
পাঁচ বছর পর লা লিগায় ফেরা এলচেকে ১-০ গোলে হারিয়েছে বার্সা। শনিবার অনুষ্ঠিত এই ম্যাচে কাতালানদের হয়ে একমাত্র গোলটি করেন আঁতোয়ান গ্রিজমান।
নতুন মৌসুমর শুরুর আগে তিনটি প্রস্ততি ম্যাচ খেলে সবকটিতেই জিতল বার্সেলোনা। প্রথম ম্যাচে জিমনাস্তিককে ৩-১ ব্যবধানে হারায় বার্সা। দ্বিতীয় ম্যাচে জিরোনার বিপক্ষে একই ব্যবধানে জয় পায় তারা। এই ম্যাচে মেসি জোড়া গোল করেন।
এলচের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বার্সা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন দলটির ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান। এটাই ছিল বার্সার প্রথম আক্রমণ। জর্দি আলবার বাড়ানো বল খুঁজে নেয় গ্রিজমানকে। বাঁ পায়ের শটে বল জালে জড়ান তিনি।
পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে বার্সাই এগিয়ে ছিল। কাতালানরা আক্রমণও সাজিয়েছে অনেকগুলো। কিন্তু গোলের দেখা মেলেনি। এলচেও হানা দিয়েছে বার্সার রক্ষণভাগে। তারাও জালের ঠিকানা পায়নি।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। এই ট্রফির ৫৫তম সংস্করণ অনুষ্ঠিত হলো এবার। প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে ইংলিশ ক্লাব আর্সেনালকে হারিয়েছিল বার্সেলোনা। আগামী ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২০-২১ মৌসুম শুরু করবে বার্সেলোনা।