কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তি গ্রেপ্তার
বিরাট কোহলির ১০ মাস বয়সী মেয়ে ভামিকা কোহলিকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ২৩ বছর বয়সী এই ব্যক্তির নাম রামগণেশ আকুবাথিনি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) হায়দরাবাদ থেকে স্নাতক করা আকুবাথিনি একটি ফুড ডেলিভারি অ্যাপ সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই তাদের খবরে জানিয়েছে, বুধবার রামগণেশ আকুবাথিনিকে তেলাঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গত ২৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ভারতের বিশাল হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা, আক্রমণের মুখে পড়েন কোহলিরা। এ থেকে বাদ যাননি ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। কোহলি এবং অনুশকা শর্মার ১০ মাসের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়।
একটি টুইটার অ্যাকাউন্ট থেকে তারকা এই জুটির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। প্রাথমিকভাবে দাবি করা হয়, অ্যাকাউন্টটি পাকিস্তানি বট অ্যাকাউন্ট। যদিও পরে তথ্য-যাচাইকারী পোর্টাল অল্ট নিউজের মাধ্যমে জানানো হয়, টুইটটি কোনও পাকিস্তানি করেননি। তিনি একজন ভারতীয়।
এমন ঘটনার পর ৮ নভেম্বর কোহলির ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা) এবং ৫০৬ (অপরাধমূলক প্রবণতা) ধারায় মামলা করা হয়।