কাতার বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের যা করতে হবে

খেলা

টিবিএস ডেস্ক
21 June, 2021, 09:10 pm
Last modified: 21 June, 2021, 09:14 pm
করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব টালটামাল। চেনা অনেক কিছুই বদলে গেছে। কঠিন এই অবস্থায় অনেক বাধা পেরিয়ে আয়োজন সারতে হচ্ছে সবাইকে। এর মাঝেই করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনে কাজ করে যাচ্ছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।

করোনাভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব টালটামাল। চেনা অনেক কিছুই বদলে গেছে। কঠিন এই অবস্থায় অনেক বাধা পেরিয়ে আয়োজন সারতে হচ্ছে সবাইকে। এর মাঝেই করোনামুক্ত বিশ্বকাপ আয়োজনে কাজ করে যাচ্ছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপ আয়োজন সফর করতে বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে স্বাগতিকরা।

কাতার বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে এর জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। কেবল টিকা গ্রহণকারীরাই গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পাবেন। টিকা গ্রহণ নিশ্চিত করতে কাতারও আলাদাভাবে উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ শুরুর আগে ১০ লাখ ডোজ টিকা মজুদের পরিকল্পনা করছে দেশটি।

বিশ্বকাপ শুরুর আগে অনেক দেশ তাদের নাগরিকদের টিকার আওতায় আনতে পারবে বলে আশা কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির। এরপরও বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের কথা মাথায় রেখে টিকার ডোজ মজুদের পরিকল্পনা করছে কাতার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ এমনই সংবাদ প্রকাশ করেছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, 'করোনার ১০ লাখ ডোজ টিকার জন্য আমরা একটা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছি। কাতারে সফর করা কিছু মানুষের সুরক্ষার জন্য এটার প্রয়োজন হবে।' টিকার ডোজ মজুদ করার পরিকল্পনা থাকলেও পর্যটকদের কীভাবে টিকা দেওয়া হবে, তা নিয়ে পরিস্কার করে কিছু বলা হয়নি। অধিকাংশ করোনাভাইরাসের টিকার দুটি ডোজ দেওয়া হয় কয়েক সপ্তাহের ব্যবধানে।

আগামী ডিসেম্বরে কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ২০২১ আরব কাপ। বিশ্বকাপ আয়োজনে দেশটি কতটা প্রস্তুত, সেটার ধারণা এই টুর্নামেন্ট থেকে পাওয়া যাবে বলে বিশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। শেখ খালিদ জানিয়েছেন, অধিকাংশ স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। তিনটির কাজ এখনও চলছে। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.