ঐতিহাসিক সোনার পদকটি নিলামে তুলছেন শুটার আসিফ

খেলা

শান্ত মাহমুদ
25 April, 2020, 04:10 pm
Last modified: 25 April, 2020, 07:26 pm
২০০২ সালে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন আসিফ। এবার সেই পদক নিলামে তুলে মানুষের মুখে আহার তুলে দিনে চান সাবেক এই শুটার।

ক্রিকেট সামগ্রী নিলামে তোলার পরামর্শ দিয়ে নিজেই আগে কাজটি করে দেখিয়েছেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাসগড়া ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। অর্জিত এই পুরো অর্থ করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। 

আরও কয়েকজন ক্রিকেটার তাদের ক্রিকেট সামগ্রী নিলামে তোলার কথা জানিয়ে রেখেছেন। দেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন মুশফিকুর রহিম। মোহাম্মদ আশরাফুল নিলামে তুলতে চান কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটটি। এবার তালিকায় যোগ দিলেন সাবেক শুটার আসিফ হোসেন খান।

করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটি নিলামে তুলতে যাচ্ছেন আসিফ। ২০০২ সালে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে জেতা সোনার পদকটি নিলামে তুলবেন তিনি। 

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত একমাত্র আসিফই সোনার পদক জিতেছেন। সে সময় তার পদক জয়ে দেশের মানুষের মুখে হাসি ফুটেছিল। এবার সেই পদক নিলামে তুলে করোনাভাইরাস দুর্গতের মুখে আহার তুলে দিতে চান তিনি।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের একমাত্র সোনার পদক হওয়ায় স্বাভাবিকভাবেই এটা আসিফের কাছে বিশেষ কিছু। দুস্থ-অসহায় মানুষদের সাহয্যে সেই বিশেষ জিনিসটিই নিলামে তুলছেন সাবেক এই শুটার। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন আসিফ।

মাত্র ১৫ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনা জেতা আসিফ বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) কোচের দায়িত্বে আছেন। 

প্রিয় পদকটি নিলামে তোলার ব্যাপারে আসিফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এমন একটা চিন্তা-ভাবনা করেছি। এই পদকটা যদি নিলামে ওঠানো যায় আর সেখান থেকে যদি কিছু টাকা আসে, সেটা ভালো হবে। এই পদকটা কোনো এক সময় মানুষের মুখে হাসি ফুটিয়েছিল। সেই পদকটাই যদি এখন দুজন মানুষের মুখে আহার তুলে দিতে পারে, এর চেয়ে ভালো আর কী হতে পারে!

সাকিব আল হাসানকে দেখে নিজের পদকটি নিলামে তোলার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছেন আসিফ। দেশের ক্রীড়া ইতিহাসের রেকর্ডে নতুন পাতা যোগ করা এই অ্যাথলেট বলেন, 'সাকিবের ব্যাট নিলামে তোলা দেখে আমি আর বাবা বসে আলোচনা করছিলাম। কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তখনই আইডিয়াটা মাথায় আসে।'

কীভাবে নিলাম হবে বা প্ল্যাটফর্ম হবে কোনটা, এ নিয়ে ধারণা নেই আফিসের। নিলাম সম্পর্কে জানাশোনাদের তাকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি, 'অনেকের সাথেই কথা হয়েছে। এর মধ্যে সিনিয়র কিছু সাংবাদিক আছেন। আমি বিষয়টা সম্পর্কে পরিস্কার না। এ কারণে সাহায্য দরকার। যারা জানেন এ্ বিষয়ে, আমাকে জানালে আমার জন্য সহজ হবে। এটা আপাতত প্রক্রিয়াধীন, একটা অবস্থা এলে সবাইকে জানিয়ে দিব।' 

আরও অনেক খেলোয়াড়ই তাদের প্রিয় জিনিস নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ তার ঐতিহাসিক একটি জার্সি নিলামে তুলবেন। 

প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার একটি জার্সি নিলামে তোলা হবে। বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী সুরভী মোনেম। এ ছাড়া জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন তার প্রিয় একটি জার্সি নিলামে তুলবেন করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.