একক অনুশীলনের পর জৈব সুরক্ষা বলয়ে সাকিব
চোট কাটিয়ে উঠেছেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে মরিয়া বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। কদিন আগে অনুশীলন শুরু করা সাকিব বৃহস্পতিবার একক অনুশীলনের পর দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন। এর আগে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। দুপুরের দিকে ফল পাওয়ার পর যোগ দেন দলের সঙ্গে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। ফল না পাওয়ায় দলীয় অনুশীলনে থাকার অনমুতি ছিল না তার। এ কারণেই শুরুতে একক অনুশীলন সারতে হয়েছে তাকে। তবে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি সাকিবকে। দুপুরের মধ্যেই করোনা নেগেটিভ পেয়ে যান তিনি।
সাকিবের একক অনুশীলনের কারণ জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, 'যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফল তখন আসেনি, এই কারণে সে দলের সঙ্গে যোগ দিতে পারেনি। ঢাকা টেস্টের দলে থাকায় তাকে তো অনুশীলন করতেই হবে। যে কারণে শুরুতে একক অনুশীলন করে সে।'
৪ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। দুপুর দেড়টা থেকে ছিল অনুশীলন, কিন্তু সাকিব এর অনেক আগেই মাঠে চলে আসেন।
কয়েকজন নেট বোলার নিয়ে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ঘণ্টা খানেক ব্যাটিং করে তিনি। এরপর করোনা পরীক্ষার নমুনা নিয়ে অপেক্ষায় ছিলেন সাকিব। নেগেটিভ ফল পাওয়ার পর দলের সঙ্গে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে সেখানে কোনো অনুশীলন করেননি তিনি। কোচ, সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। এদিন ব্যাটিং করলেও বোলিং অনুশীলন করেননি সাকিব।
গত সোমবার মিরপুরে ফিটনেস পরীক্ষা দেন বাংলাদেশ অলরাউন্ডার। ফিজিও-ট্রেনাররা তার ফিটনেসে সন্তুষ্ট প্রকাশ করার পরদিন নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসেন সাকিব। সেখানে দ্বিতীয় টেস্ট খেলার আগ্রহের কথা জানান তিনি। এর কদিন আগে স্থানীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে নিজের একাডেমিতে অনুশীলন শুরু করেছেন সাকিব। সেখানে কয়েকদিন ব্যাটিং-বোলিং করেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। ফিরে অস্বস্তি নিয়ে ৪ ওভার বোলিং করেন। ওপেনিংয়ে ব্যাটিংও করেন সাকিব। এরপর জানানো হয় গ্রেড-১ এর ইনজুরি থাকায় পরের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের।
দুবাই থেকেই যুক্তরাষ্ট্রেপরিবারের কাছে চলে যান সাকিব। সেখানেই চলে তার পুববার্সন প্রক্রিয়া। পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু ফিট না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের।