আরও প্রতিদ্বন্দ্বী মনোভাবের হতে চান বিশ্বজয়ী আকবর

খেলা

টিবিএস রিপোর্ট
31 October, 2020, 08:10 pm
Last modified: 31 October, 2020, 08:17 pm
দ্বিতীয় দফায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এইচপির ক্যাম্পে আছেন জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলা আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবরা। বাকি ক্রিকেটারদের বেশিরভাগ আকবরদের আগের ব্যাজের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সেদিক থেকে এইচপিতে সবচেয়ে তরুণ আকবররাই।

যুব বিশ্বকাপ জিতে দেশে ফিরেই দারুণ ঘোষণা পান অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বজয়ী দলের সদস্যদের নিয়ে করা হবে অনূর্ধ্ব-২১ প্রোগাম। দুই বছরের এই প্রোগ্রামে প্রতি মাসে এ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা। টাকা ঠিকই পেয়েছেন আকবর আলী, তানজিদ হাসান তামিম মোহাম্মদ শরিফুলরা। কিন্তু করোনাভাইরাসের কারণে অনূর্ধ্ব-২১ দলের কার্যক্রমটা আলোর মুখ দেখেনি। 

দীর্ঘ বিরতির পর জাতীয় দলের ক্রিকেটারদের মতো মাঠে ফিরছেন যুব ক্রিকেটাররাও। বিশ্বজয়ী দলের ১২জন ক্রিকেটার ডাক পেয়েছেন হাই পারফরম্যান্স দলের (এইচপি) চলমান ক্যাম্পে। ৮ জন ক্রিকেটার খেলেছেন বিসিবি প্রেসিডেন্টস কাপে। ৫০ ওভারের এই টুর্নামেন্ট শেষে আবারও এইচপির ক্যাম্পে ফিরেছেন ডাক পাওয়া ২৬ ক্রিকেটার। 

দ্বিতীয় দফায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পে আছেন জাতীয় দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলা আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লবরা। বাকি ক্রিকেটারদের বেশিরভাগ আকবরদের আগের ব্যাজের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। সেদিক থেকে এইচপিতে সবচেয়ে তরুণ আকবররাই। ক্যাম্পের অন্যান্য ক্রিকেটাররা বয়সে খুব বেশি বড় না হলেও এখানে প্রতিযোগিতাটা বেশি বলে মনে করেন আকবর। 

রেসে টিকে থাকতে আরও বেশি প্রতিদ্বন্দ্বী মনোভাব তৈরির কথা বলছেন আকবর। শনিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর বিশ্বজয়ী এই যুব অধিনায়ক বলেন, 'আমার মনে হয় বয়সভিত্তিকের চেয়ে এখানে লড়াই করার মানসিকতা সবার বেশি। এখানে প্রতিযোগিতা বেশি। বয়সের সীমাবদ্ধতা কম, সিনিয়র ক্রিকেটারদের সাথে খেলছি। আমার মনে হয় এখানে আমাদের আরও প্রতিদ্বন্দ্বী হতে হবে।'

নিজেকে অন্য ধাপে নিয়ে যেতে ক্যাম্পের দিনগুলোকে কাজে লাগাতে চান আকবর। অন্যান্য জায়গার মতো এই ক্যাম্পও উপভোগ করার চেষ্টা করছেন জানিয়ে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, 'আগে যেখানে ছিলাম সেখান থেকে উন্নতি করাটাই মূল লক্ষ্য। আমি যেখানেই থাকি সেখানেই উপভোগ করার চেষ্টা করি। এখন এইচপিতে আছি, এখান থেকে সর্বোচ্চ শেখার চেষ্টা করছি, উপভোগ করার চেষ্টা করছি।'

বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন আকবর। ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও অনেক কিছু শিখতে পেরেছেন বলে জানালেন তরুণ এই ক্রিকেটার, 'ব্যক্তিগতভাবে একটা কঠিন অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। আমরা এক সপ্তাহের বেশি সময় এক সাথে ছিলাম, অনেক ইতিবাচক বিষয় আমরা শিখতে পেরেছি।'

'আমি তামিম ভাইয়ের দলে ছিলাম, তামিম ভাই, মিঠুন ভাই, বিজয় ভাই উনাদের সাথে অনেক কথা হয়েছে। তাদের কাছ থেকে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তারাও অনেক ভালো ভালো ভাবনার কথা বলেছেন। আমি আশা করি তাদের কথাগুলো কিংবা তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারব।' যোগ করেন আকবর।'

মঙ্গলবার থেকে এইচপির দায়িত্ব বুঝে নিয়েছেন প্রধান কোচ টবি র‌্যাডফোর্ড। নতুন কোচের সঙ্গে কাজ করা প্রসঙ্গে আকবর বলেন, 'দুইদিন হলো, উনার ধরন বা অন্যান্য বিষয়ে এখনই বলাটা কঠিন। তিনি এই দুইদিন আমাদের ব্যাটিংয়ের ওপর জোর দিয়েছেন। সবার ব্যাটিংয়ের ভিডিও দেখছেন। সে ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা আউটপুট দেবেন যে, আমাদের এটা উন্নতি করা দরকার বা এই জায়গায়গুলো সামনে এগোনো দরকার।'

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.