ফিনল্যান্ড, সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে ‘শর্ত’ জুড়ে দিল তুরস্ক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 May, 2022, 01:05 pm
Last modified: 19 May, 2022, 01:20 pm
বুধবার (১৮ মে) প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, 'সন্ত্রাসীদের' ফিরিয়ে না দেওয়া সত্ত্বেও ন্যাটোতে তাদের যোগদানে তুরস্ক সম্মত হবে, এমনটি আশা করা উচিত নয় সুইডেনের।

নর্ডিক দেশ ফিনল্যান্ড ও সুইডেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে 'শর্ত' জুড়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 'সন্ত্রাসীদের' ফিরিয়ে না দিলে দেশ দুটির ন্যাটোতে যোগদানের বিষয়ে তুরস্ক সম্মতি দেবে না বলে জানিয়েছেন তিনি। 

বুধবার (১৮ মে) প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সন্ত্রাসীদের ফিরিয়ে না দেওয়া সত্ত্বেও ন্যাটোতে তাদের যোগদানে তুরস্ক সম্মত হবে, এমনটি আশা করা উচিত নয় সুইডেনের। এমনকি, জোটের সদস্যপদ পেতে সমর্থনের জন্য আঙ্কারায় সুইডিশ ও ফিনিশ প্রতিনিধিদের পাঠানোর প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা শুরু থেকেই বলছেন, নর্ডিক দেশ দুটির ন্যাটোতে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় আঙ্কারার আপত্তি বাধা হয়ে দাঁড়াবে না। তবে, ঠিক কী উপায়ে তুরস্কের অবস্থান পরিবর্তন করা যেতে পারে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি মার্কিন প্রশাসন।

বুধবার ফিনল্যান্ড এবং সুইডেন আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনকে কেন্দ্র করে ইউরোপের নতুন রাজনৈতিক বাস্তবতা ও বিপজ্জনক পরিস্থিতি বিবেচনায় ন্যাটোতে যোগদানের আবেদন করেছে দেশ দুটি।

তবে তুরস্কের অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য ও ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের আশ্রয় দেয় সুইডেন ও ফিনল্যান্ড। ২০১৬ সালের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য এই দলকেই অভিযুক্ত করে আঙ্কারা।

এরদোয়ান বলেন, "আমরা তাদের ৩০জন সন্ত্রাসীকে হস্তান্তর করতে বলেছিলাম, কিন্তু তারা তা করতে অস্বীকার করেছে।" 

"আপনি সন্ত্রাসীদের আমাদের কাছে ফেরত পাঠাবেন না এবং এরপরে ন্যাটোর সদস্যপদ পেতে আমাদের সমর্থন চাইবেন! আমরা একটি নিরাপত্তা সংস্থাকে নিরাপত্তাহীন করার জন্য 'হ্যাঁ' বলতে পারি না", যোগ করেন তিনি।

এর আগে, ২০১৯ সালে সিরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে ফিনল্যান্ড ও সুইডেন। মূলত এসব কারণে নর্ডিক এই দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে তুরস্ক।

প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, "আমরা সন্ত্রাসী সংগঠনের আক্রমণের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষা করার বিষয়ে সংবেদনশীল।" সেইসঙ্গে, সিরিয়ায় তুরস্কের 'বৈধ' অভিযানকে সমর্থন করার জন্য ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই অভিযানে ন্যাটোর সদস্যরা যেন অন্তত বাধা হয়ে না দাঁড়ায় সে অনুরোধ করেন তুর্কি প্রেসিডেন্ট। 


 

  • সূত্র: রয়টার্স, দ্য হিন্দু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.