রাজীব গান্ধীর হত্যাকারীকে মুক্তি দিলো ভারতের আদালত

ভারতীয় প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এ জি পেরারিভালানকে কারাবাসের ৩১ বছর পর মুক্তি দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।
১৯৯১ সালের ২১ মে ভারতের দক্ষিণ রাজ্য তামিলনাড়ুতে আত্মঘাতী বোমা হামলায় গান্ধীকে হত্যার কয়েক সপ্তাহ পর পেরারিভালানকে গ্রেপ্তার করা হয়।
শ্রীলঙ্কায় একটি তামিল রাজ্যের জন্য লড়াইরত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের উপর ওই হামলা চালানো হয় বলে জানানো হয় সেসময়।
১৯৮৭ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসান ঘটাতে দেশটিতে ভারতীয় সৈন্য পাঠানোয় রাজীব গান্ধীর ওপর প্রতিশোধ হিসেবে দেখা হয় এই হামলাকে।

হামলার সময় পেরারিভালানের বয়স ছিল ১৯ বছর। বোমার জন্য ব্যাটারি কেনার অভিযোগ আনা হয় তার উপর।
আদালতের নথিতে দেখা যায়, অন্যান্য অভিযোগের মধ্যে তাকে হত্যার অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
১৯৯৮ সালে আরও ছয়জনের সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৪ সালে তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
- সূত্র- সিএনএন