ভারতে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 April, 2022, 10:10 am
Last modified: 07 April, 2022, 12:05 pm
বুধবার (৬ এপ্রিল) মুম্বাইতে করোনার এক্সই ধরনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর পাশাপাশি একই শহরে ‘কাপ্পা’ নামে কোভিডের আরও এক নতুন রূপও শনাক্ত হয়েছে।

মহামারিতে বিপর্যস্ত ভারত আলফা কিংবা ওমিক্রনের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই করোনার নতুন ধরন 'এক্সই' শনাক্ত হয়েছে দেশটিতে। বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (৬ এপ্রিল) মুম্বাইতে করোনার এক্সই ধরনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর পাশাপাশি 'কাপ্পা' নামে কোভিডের আরও এক নতুন রূপও শনাক্ত হয়েছে মুম্বাইতে। তবে, নতুন ধরনে আক্রান্তদের মধ্যে এখনও তেমন গুরুতর কোনো উপসর্গ দেখা যায়নি।

'এক্সই' কোভিড আসলে কী?

বিশেষজ্ঞরা বলছেন, এটি কোভিডের  পূর্ববর্তী দুটি ধরন বিএ.১ ও বিএ.২-এর রিকম্বিন্যান্ট রূপ। একই ব্যক্তি যখন কোভিডের একাধিক রূপে আক্রান্ত হন, তখন দুটি রূপের জিনগত উপাদানের সংমিশ্রণে এই ধরনের নতুন রূপের উৎপত্তি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে জানিয়েছে, এই ধরনটি ওমিক্রনের বিএ.২ রূপের তুলনায় প্রায় ১০ গুণ বেশি সংক্রামক।

কোভিড-১৯ এর একাধিক লক্ষণকে ডব্লিউএইচও এক্সই ধরনের উপসর্গ বলে চিহ্নিত করেছে। এই তালিকায় রয়েছে - কাঁপুনি দিয়ে জ্বর, আকস্মিক ছোঁয়াচে কাশি, স্বাদ ও গন্ধের অনুভূতি না পাওয়া কিংবা পরিবর্তন আসা, শ্বাসকষ্ট, ক্লান্তি, শরীর ব্যথা, মাথা যন্ত্রণা, গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা নাক দিয়ে ক্রমাগত পানি পড়তে থাকা, খাবারে অরুচি ও ডায়েরিয়ার মতো লক্ষণ।


 

  • সূত্র: এনডিটিভি
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.