ভালো ইঞ্জিনিয়ার ছিলেন না স্টিভ জবস, শিখতে হয়েছিল যোগাযোগ ও বিক্রয় 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 March, 2022, 02:35 pm
Last modified: 12 March, 2022, 02:40 pm
জবসের এই দক্ষতা অ্যাপলকে আইফোনের মতো ইউজার-ফ্রেন্ডলি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে সাহায্য করেছে। সাধারণ মানুষ ব্যবহার করতে বিভ্রান্ত হবে না- এমন সহজবোধ্য প্রযুক্তি পণ্য বানাতে অ্যাপলকে উদ্বুদ্ধ করেছেন তিনি।

শক্তিশালী যোগাযোগকারী ও দক্ষ বিক্রয়কর্মী হিসেবে অ্যাপলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসের খ্যাতি ছিল দুনিয়াজোড়া। প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠানগুলোতে তার মঞ্চ-উপস্থাপন ছিল বিশেষ আকর্ষণীয়। তবে শুরু থেকেই সহজাতভাবে স্টিভ জবস এমন 'চটকদার'  ছিলেন না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজানিয়াক।

মার্কেটিং আর যোগাযোগে স্বভাবজাত নেতৃত্বের গুণ জবসের ছিল না, ভালো ইঞ্জিনিয়ার ছিলেন না বলেই এই গুণগুলো বিশেষভাবে আয়ত্ত করেছিলেন তিনি, অ্যাপলের জন্মলগ্ন থেকে জবসের সহকর্মী হিসেবে কাজ করা স্টিভ ওজানিয়াক জানিয়েছেন এমনটাই।

সিএনবিসি-এর সাথে আলাপচারিতায় ওজানিয়াক আলোচনা করেছেন জবস কীভাবে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার না হওয়ার ক্ষতিপূরণ হিসেবে নিজের চেষ্টায় একজন অসাধারণ যোগযোগকারী হয়ে উঠেছিলেন।

"কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ হার্ডওয়্যার-সফটওয়্যার ইত্যাদি বিষয়ে বিচক্ষণতা না থাকায় সে মার্কেটিংয়ের ব্যাপক ক্ষেত্র নিয়ে জ্ঞান অর্জন করেছিল। নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে তার বিকল্প ক্ষেত্র বেছে নেওয়ার দরকার ছিল," বলেন ওজানিয়াক।

আমোদপ্রিয় মানুষ থেকে গুরুগম্ভীর হয়ে যাওয়া স্টিভ জবসের 'ব্যক্তিত্ব পরিবর্তন' নিয়ে ২০২১ সালে মন্তব্য করেছিলেন ওজানিয়াক। সে আলোচনায় যোগ করে তিনি বলেন, কোম্পানির উন্নতির জন্য জবসের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা জীবনের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের অংশ ছিল।

"ব্যবসার প্রধান যোগাযোগকারী ও মূল সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে খুবই উপযুক্ত ছিল সে," স্মরণ করেন ওজানিয়াক।

জবসের এই দক্ষতা অ্যাপলকে আইফোনের মতো ইউজার-ফ্রেন্ডলি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে সাহায্য করেছে। সাধারণ মানুষ ব্যবহার করতে বিভ্রান্ত হবে না- এমন সহজবোধ্য প্রযুক্তি পণ্য বানাতে অ্যাপলকে উদ্বুদ্ধ করেছেন তিনি।

২০২০ সালে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বিল গেটস স্বীকার করেছিলেন তিনি জবসের সহজাত বক্তা হওয়ার ক্ষমতা নিয়ে 'খুবই ঈর্ষান্বিত' ছিলেন। গেটস আরো জানান স্টিভ জবস ছিলেন 'একজন প্রতিভা' যিনি নিয়মিত তার কাস্টমার ও কর্মীদের অনুপ্রাণিত করতেন।

সফল উদ্যোক্তা হওয়ার পথে যোগাযোগ দক্ষতা অর্জন করাকে অবশ্যম্ভাবী মনে করেন স্টিভ ওজানিয়াক। দক্ষ যোগাযোগকারী না হলে ব্যবসায় বিনিয়োগকারী পাওয়া অসম্ভব, বলেন তিনি। স্টিভ জবস নিজের যোগাযোগ দক্ষতা শাণিত করে বিচক্ষণতার সঠিক প্রয়োগ করেছিলেন ব্যবসাক্ষেত্রে।

 

  • সূত্র: অ্যাপল ইনসাইডার 
     
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.