জাপানসহ বিশ্বের যেসব দেশে ব্যাপকভাবে কমছে জন্মহার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 February, 2022, 11:10 am
Last modified: 03 February, 2022, 11:23 am
শুধু জাপানই নয় বিশ্বজুড়েই জন্মহার কমছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক নিরাপত্তাহীনতা জন্মহারের ওপর বিপরীত প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অর্থনৈতিক অস্থিরতা, অভিবাসনে কড়াকড়ি এবং পরিবার ছোট রাখার প্রবণতায় বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে। এ সবকিছুর কারণে আগের অনুমানের তুলনায় দ্রুতগতিতে কমছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ জাপানের জন্মহার। দেশটির সংবাদমাধ্যম আশাহি শিম্বুনের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জাপানের স্বাস্থ্যমন্ত্রণালের তথ্যের পাশাপাশি প্রাথমিক সকল তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গেল বছর জাপানে ৮ লাখ ৫ হাজার শিশুর জন্ম হয়েছে। আর ২০২০ সালে এই সংখ্যা ছিল ৮ লাখ ৪০ হাজার ৭৩২, যা ২০১৯ সালের তুলনায় ২.৮ শতাংশ কম। বিশেষজ্ঞদের মতে, আগের তুলনায় করোনাকালে জাপানে বিয়ের সংখ্যা কমেছে। তাই জন্মহারও নেমেছে নিচের দিকে। সেইসঙ্গে তারা সতর্ক করেছেন, যদি যুবসমাজ বিবাহবন্ধনে আগ্রহী না হন, তাহলে জন্মহার আরও কমতে থাকবে। বর্তমানে দেশটিতে নারী-পিছু শিশু জন্মের সংখ্যা ১.৩৪ জন।

শুধু জাপানই নয় বিশ্বজুড়েই জন্মহার কমছে। ২০২১ সালের এক সমীক্ষায় দেখা যায়, চীন এবং তাইওয়ানের প্রজনন হার সবচেয়ে কম। নারী-পিছু শিশু জন্মের সংখ্যা সেখানে ১.০৭ জন। 

বিশ্বব্যাপী অর্থনৈতিক নিরাপত্তাহীনতা জন্মহারের ওপর বিপরীত প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রুকিংস ইনস্টিটিউটের মতে, এর ফলস্বরূপ আমেরিকায় প্রায় তিন লাখ অনাগত শিশুর জন্মই হয়নি। জন্মহার কমে যাওয়ার কারণেই চীন গত বছর তাদের নীতিতে পরিবর্তন এনেছে। দেশটি ঘোষণা দিয়েছে, যেকোনো দম্পতি তিনটি সন্তানের জন্ম দিতে পারবেন। এছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ২০২০ সালে অস্ট্রেলিয়াতেও জন্মহার কমতে দেখা গেছে। 


 

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.