৩৫ মিনিট ধরে আকাশে উড়ল উড়ুক্কু কার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 July, 2021, 08:05 pm
Last modified: 02 July, 2021, 08:11 pm
উড়ুক্কু গাড়ির বাজার নিয়ে ব্যাপক প্রত্যাশা আছে। ২০১৯ সালে বাণিজ্যিক পরামর্শদাতা সংস্থা মরগান স্ট্যানলি পূর্বাভাস দেয়, ২০৪০ সালের মধ্যে এই কারের বাজারমূল্য হবে দেড় লাখ কোটি ডলার।

গত সোমবার একটি পরীক্ষামূলক উড়ুক্কু গাড়ি ৩৫ মিনিটে উড়ে স্লোভাকিয়ার নিত্রা থেকে ব্রাতিস্লাভা শহরের বিমানবন্দরে যায়। 

হাইব্রিড কার-এয়ারক্রাফটটির নাম এয়ারকার। এতে বিএমডব্লিউ'র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটি সাধারণ পেট্রোল-পাম্পের জ্বালানিতেই চলতে সক্ষম।

এয়ারকারের নির্মাতা স্টেফান ক্লেইন জানিয়েছেন, গাড়িটি ৮,২০০ ফুট উচ্চতায় প্রায় ১০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। পরীক্ষা চলাকালীন সময়ে এপর্যন্ত এয়ারকার ৪০ মোট ঘণ্টা উড়েছে। 

গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হতে এয়ারকার সময় নেয় ২ মিনিট ১৫ সেকেন্ড। এয়ারকারের সরু দুই ডানা ভাঁজ হয়ে গাড়ির পার্শ্বদেশের সঙ্গে মিশে যায়। 

গত সোমবার নিমন্ত্রিত সাংবাদিকদের উপস্থিতিতে গাড়িটি ওড়ান স্টেফান ক্লেইন। উড়ন্ত অবস্থায় বাহনটিতে ঘণ্টায় ১৭০ কিলোমিটার পর্যন্ত গতি উঠেছিল। তবে গাড়িটির উড্ডয়নের জন্য রানওয়ের প্রয়োজন হয়। 

উড়ুক্কু গাড়ির বাজার নিয়ে ব্যাপক প্রত্যাশা আছে। ২০১৯ সালে বাণিজ্যিক পরামর্শদাতা সংস্থা মরগান স্ট্যানলি পূর্বাভাস দেয়, ২০৪০ সালের মধ্যে এই কারের বাজারমূল্য হবে ১.৫ ট্রিলিয়ন ডলার। বর্তমান পরিবহন ব্যবস্থার অবকাঠামোগত সমস্যার, বিশেষ করে যানজটের সম্ভাব্য সমাধান হিসেবে বিবেচনা করা হচ্ছে উড়ুক্কু গাড়িকে।

এয়ারকারের নির্মাতা প্রতিষ্ঠান ক্লেইন ভিশন জানিয়েছে, প্রোটোটাইপটি বানাতে দুই বছর লেগেছে। খরচ পড়েছে ১৭ লাখ ইউরো। 

ক্লেইন ভিশনের উপদেষ্টা ও বিনিয়োগকারী অ্যান্টন জাজাক বলেছেন, বিশ্বব্যাপী যে পরিমাণ ট্যাক্সি ও বিমান বিক্রি হয়, তার ভগ্নাংশ পরিমাণ বাজার ধরতে পারলেও বিপুল সাফল্য পাবেন তারা। 

  • সূত্র: বিবিসি 
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.