সাবস্ক্রাইবারদের জন্য ভিডিও গেম আনছে নেটফ্লিক্স

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 July, 2021, 01:00 pm
Last modified: 21 July, 2021, 01:06 pm
সেপ্টেম্বরের শেষ নাগাদ তিন মাসের মধ্যে সাড়ে ৩ মিলিয়ন নতুন গ্রাহককে নিবন্ধিত করাতে ইচ্ছুক তারা।

সাবস্ক্রিপশন প্যাকেজের অংশ হিসাবে ভিডিও গেমস অন্তর্ভুক্ত করতে চলেছে নেটফ্লিক্স; আর এতে দিতে হবে না বাড়তি কোন চার্জ।

মঙ্গলবার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটি চিঠিতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায়, গেমিং সুবিধা সম্প্রসারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে তারা।

"আমাদের সদস্যরা গেমগুলোকে কতখানি গুরুত্ব দেয় সে সম্পর্কে আরও জানার জন্য এটিই সঠিক সময়"। 

ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ তিন মাসের মধ্যে সাড়ে ৩ মিলিয়ন নতুন গ্রাহককে নিবন্ধিত করাতে ইচ্ছুক তারা।

২০২০ সালে সাবক্রিপশনে উচ্চ প্রবৃদ্ধি দেখা গেলেও এ বছর এখন পর্যন্ত ধীর প্রবৃদ্ধিই দেখছে তারা।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, "কোভিড আমাদের সদস্য বৃদ্ধির প্রক্রিয়ার গতি কিছুটা মন্থর করে দিয়েছে। আমরা আমাদের সদস্যদের জন্য আমাদের উন্নততর পরিষেবা দেয়ার এবং বিশ্বজুড়ে সেরা কন্টেন্টগুলো আনতে মনোনিবেশ অব্যাহত রেখেছি"।

বিশ্বজুড়ে এখন নেটফ্লিক্সের ২০৯ মিলিয়ন নিবন্ধিত গ্রাহক রয়েছে। চলমান মহামারিতে লকডাউনের নিষেধাজ্ঞায় গৃহবন্দী মানুষেরা স্ট্রিমিং জায়ান্টটির গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। 

তাই বলে ভাববেন না মহামারি শতভাগ আশীর্বাদ হয়ে এসেছে নেটফ্লিক্সের জন্য! নিষেধাজ্ঞার কবলে আটকে রয়েছে সংস্থাটির বেশ কয়েকটি বড় প্রডাকশনের কাজ। 

সামনেই নেটফ্লিক্সের বহুল জনপ্রিয় দুটি সিরিজ 'সেক্স এডুকেশন' এবং 'নেভার হ্যাভ আই এভার' এর নতুন সিজন আসছে উল্লেখ করে তারা বিবৃতিতে জানায়, "কোভিড এবং এর বিবিধ প্রকরণের প্রভাবে ভবিষ্যত নিয়ে কিছু বলা মুশকিল, কিন্তু যেভাবে আমাদের প্রযোজনার ধারাক্রম চলছে তাতে আমরা এখন পর্যন্ত আশাবাদী"।

মন্দা সত্ত্বেও জুন পর্যন্ত গত শেষ তিন মাসে সংস্থাটির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলারে, যা এক বছর আগের চাইতে ১৯% বেশি।

তবে অ্যাপস এবং অ-ইংরেজি কন্টেন্টের উন্নয়নে অতিরিক্ত বিনিয়োগের জন্য মুনাফা আগের প্রান্তিকের ১.৭ বিলিয়ন ডলার থেকে নেমে ১.৩৫ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। 

  • সূত্র-বিবিসি 

 
 
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.