শর্তসাপেক্ষে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিল পাকিস্তান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 April, 2020, 12:15 pm
Last modified: 20 April, 2020, 12:16 pm
পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কিছু শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়। তবে এর মাধ্যমে পুরো দেশের জনস্বাস্থ্যকে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হলো; এমন আশঙ্কা প্রকাশ করেছে নানা দেশের গণমাধ্যম। 

ধর্মীয় নেতা, সরকার সমর্থক কিছু এমপি'র চাপের মুখে রমজান মাসে মসজিদে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ কিছু শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়। তবে এর মাধ্যমে পুরো দেশের জনস্বাস্থ্যকে হুমকির মধ্যে ঠেলে দেওয়া হলো; এমন আশঙ্কা প্রকাশ করেছে নানা দেশের গণমাধ্যম। 

গত শনিবার প্রথম জামাতে নামাজ আদায়ের অনুমতির কথা নিশ্চিত করে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান।

সরকারি বেতার কেন্দ্রটি জানায়, শীর্ষ ধর্মীয় নেতা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট আরিফ আলভি শর্তসাপেক্ষে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন। একইসঙ্গে, রমজান মাসের বিশেষ রাত্রিকালীন এবাদত তারাবিহ নামাজের অনুমতিও দেওয়া হয়। 

তবে এজন্য সরকার যেসব শর্ত বেধে দিয়েছে, সেগুলো হলো; মসজিদের মেঝেতে কোনো প্রকার গালিচা বেছানো যাবে না। এবং মুসল্লিদের কমপক্ষে ছয় ফুট দূরত্ব বজায় রেখে জামাতে অংশ নিতে হবে। 

এছাড়াও, বাড়ি থেকেই সবাইকে ওযু করে আসতে হবে। তারপর ২০ সেকেন্ড সময় সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে, মুখে মাস্ক পড়ে সবাইকে মসজিদে প্রবেশ করতে হবে। খবর আনাদলু এজেন্সির

শিশু এবং ৫০ বছরের বেশি বয়সীরা জামাতে অংশ নিতে পারবেন না। এর বাইরে যাদের জ্বর, সর্দি, কাশির মতো নানা প্রকার ফ্লু'র উপসর্গ আছে তারাও মসজিদে আসতে পারবেন না। 

প্রেসিডেন্ট আলভি বলেছেন, সরকার এসব শর্ত পালন করা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে। দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিমাণ আকস্মিকভাবে বাড়লে বা শর্তভঙ্গ হওয়া মাত্রই সরকার এই অনুমতি প্রত্যাহার করে নেবে। 

এর আগে গত মাসে পাকিস্তানের প্রাদেশিক সরকারগুলো জামাতে নামাজ আদায়সহ অন্যান্য ধর্মীয় জমায়েত অনির্দিষ্টকালের জন্য  নিষিদ্ধ ঘোষণা করেছিল।

পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম দৈনিক ডন জানিয়েছে, আজ সোমবার নাগাদ মোট ৮ হাজার ৪২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।আর মারা গেছেন ১৭৬ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জনবহুল পাঞ্জাবে, তিন হাজার ৭২১ জন। 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.