যুক্তরাষ্ট্রের সর্বাধিক কৃষিজমির মালিক বিল গেটস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 January, 2021, 04:10 pm
Last modified: 16 January, 2021, 04:12 pm
যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মালিকানায় এসব কৃষিজমি রয়েছে। তাদের মালিকানায় লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি আছে। 

যুক্তরাষ্ট্রের ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমির মালিক মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফলে দেশটির সর্বাধিক বেসরকারি কৃষিজমির মালিক তিনি। সম্প্রতি দ্য ল্যান্ড রিপোর্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের মালিকানায় এসব কৃষিজমি রয়েছে। তাদের মালিকানায় লুইজিয়ানায় ৬৯ হাজার ৭১ একর, আরকানাসে ৪৭ হাজার ৯২৭ একর ও নেব্রাস্কায় ২০ হাজার ৫৮৮ একর কৃষিজমি আছে। 

কৃষিজমি ছাড়াও যুক্তরাষ্ট্র জুড়ে আরও কয়েক হাজার একর জমির মালিক বিল গেটস।  ২০১৭ সালে অ্যারিজোনা রিপাবলিকের প্রতিবেদনে জানানো হয়, ক্যাসকেড ইনভেস্টমেন্ট ২৫ হাজার একর জমিতে ৮০ হাজার বাড়ি, ৪ হাজার একরের বেশি জায়গা জুড়ে স্কুল, অফিস ও দোকান নির্মানের পরিকল্পনা করেছে।  

এশিয়া ও আফ্রিকায় নিম্ন আয়ের কৃষকদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার উপযোগী ব্যবস্থার গবেষণার জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ৩০ কোটি ডলার অনুদানের ঘোষণা দেয়। এরপরের বছরই সংস্থাটি দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় উন্নত গুনাগুণের ডিম ও দুধ উৎপাদনের গবেষণায় ৪ কোটি ডলার অনুদানের ঘোষণা দেয়।  

দ্য ল্যান্ড রিপোর্টের এ তালিকায় গেটস পরিবারের পরেই আছে অফাট পরিবার, এ পরিবারটি ১৯৬৪ সাল থেকেই কৃষিকাজে জড়িত। তাদের মালিকানায় কৃষিজমি আছে প্রায় ১ লাখ ৯০ হাজার একর। ওয়ান্ডারফুল কোম্পানি নামের বিনিয়োগ ফার্মের মালিকানায়ও আছে প্রায় ১ লাখ ৯০ হাজার একর জমি। 

দ্য ল্যান্ড রিপোর্টের প্রতিবেদনে আরও জানানো হয়, বিল গেটস যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি কৃষিজমির মালিক হলেও, সবচেয়ে বেশি জমির মালিকানা থেকে এখনো অনেক দূরে আছেন তিনি। দ্য ল্যান্ড রিপোর্টের ২০১৯ সালের যুক্তরাষ্ট্রের বৃহত্তর জমির মালিকানার ১০০ জনের তালিকায় ২২ লাখ একর জমি নিয়ে শীর্ষে আছেন বিলিওনেয়ার ব্যবসায়ী জন মেলোন।   

  • সূত্র: বিজনেস ইনসাইডার 
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.