মিশরে বিচ্ছুর কামড়ে হাসপাতালে ভর্তি ৫ শতাধিক মানুষ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 November, 2021, 02:10 pm
Last modified: 16 November, 2021, 03:02 pm
চর্বিযুক্ত লেজবিশিষ্ট আরবীয় বিচ্ছু বা অ্যান্ড্রোকটোনাস ক্রাসিকডা-এর আবাসস্থল মিশরের আসওয়ান পর্বতমালা। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুদের মধ্যে একটি হিসেবে বিবেচিত এটি।

মিশরের দক্ষিণাঞ্চল আসওয়ানে বিষাক্ত বিচ্ছুর কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০-এরও বেশি মানুষ। রাষ্ট্র-চালিত এক মিডিয়ার তথ্যমতে, এই অঞ্চলে ঝড় চলমান থাকায় বিষাক্ত প্রাণীগুলো তাদের লুকানোর জায়গা থেকে বেরিয়ে বসতবাড়িতে আশ্রয় নিচ্ছে।

চর্বিযুক্ত লেজবিশিষ্ট আরবীয় বিচ্ছু বা অ্যান্ড্রোকটোনাস ক্রাসিকডা-এর আবাসস্থল মিশরের আসওয়ান পর্বতমালা। এই বিচ্ছুর নামের অনুবাদ দাঁড়ায় 'মানুষ-হত্যাকারী'। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুদের মধ্যে একটি হিসেবে বিবেচিত এটি। তবে, বিষাক্ত হওয়া সত্ত্বেও এই জাতের বিচ্ছুর কামড়ে বছরে খুব কম লোকেরই মৃত্যু ঘটে।

আসওয়ান প্রদেশের গভর্নর আশরাফ আতিয়া জানান, "এই প্রদেশে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাতে গত এক সপ্তাহে তিনজনের মৃত্যু ঘটেছে। তবে, বিচ্ছুর কামড়ে যারা হাসপাতালে ভর্তি ছিল তাদেরকে অ্যান্টি-ভেনম ডোজ দেওয়া হয়।" হাসপাতালে আসা লোকেদের মধ্যে প্রচণ্ড শরীর ব্যথা, জ্বর, ঘাম, বমি, ডায়রিয়া, পেশী কাঁপানো এবং মাথা ঘোরানোর লক্ষণ দেখা দেয় বলে জানা গেছে।

এদিকে, দেশটির ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী খালিদ আবদেল-গাফার এক বিবৃতিতে নিশ্চিত করেন, বিচ্ছুর কামড়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে প্রচারিত ছবি এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, এই অঞ্চলের রাস্তা থেকে শুরু করে ঘরবাড়ি, যানবাহন এবং কৃষি খামার সবই বৃষ্টির পানিতে প্লাবিত। এর মধ্যে পুরো অঞ্চল জুড়ে চলছে বিদ্যুৎ বিভ্রাট। এমতাবস্থায় এই এলাকার স্কুলগুলোর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। দেশটিতে প্রবল ঝড় চলতে থাকায় নীল নদে সামুদ্রিক যানবাহন চলাচলও স্থগিত করা হয়।

হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকায় দেশটির চিকিৎসকদের বার্ষিক ছুটি প্রত্যাহার করা হয়। এছাড়া, হাসপাতালগুলোতে উচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন করা হয়েছে।

জনসাধারণকে আশ্বস্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-ভেনম টিকা রয়েছে। এছাড়া, আসওয়ানে প্রায় ৩ হাজারেরও বেশি অ্যান্টি-ভেনম টিকা রয়েছে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসওয়ানের আন্ডারসেক্রেটারি এহাব হানাফি বলেন, পার্বত্য ও মরু অঞ্চলে টিকার অতিরিক্ত ডোজ পাঠানো হয়েছে।

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.