পাসওয়ার্ড ছাড়াই ব্যবহারকারীদের লগ ইন করতে দেবে মাইক্রোসফট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 September, 2021, 02:35 pm
Last modified: 17 September, 2021, 02:34 pm
ব্যবহারকারীদেরকে কোম্পানির ভেরিফাইড বা যাচাইকৃত অ্যাপ দিয়ে এই পরিষেবাগুলোতে সাইন ইন করতে হবে, যা প্রতি কয়েক সেকেন্ডে একটি অনন্য নম্বরযুক্ত লগইন কোড তৈরি করবে; অথবা ব্যবহারকারীরা ফেইস রিকগনিশন, আঙুলের ছাপ কিংবা গোপনীয় পিন নম্বরের মাধ্যমে উইন্ডোজ হ্যালো দিয়েও অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন।

পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে মাইক্রোসফট নিয়ে এসেছে এক অভিনব সমাধান, যেখানে একাউন্টে প্রবেশের জন্য কোনো পাসওয়ার্ডই লাগবে না।

বুধবার কোম্পানিটি ঘোষণা দিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা মাইক্রোসফট আউটলুক এবং মাইক্রোসফট ওয়ানড্রাইভের মতো বেশ কয়েকটি জনপ্রিয় পরিষেবা ব্যবহারকারীদের জন্য একটি "পাসওয়ার্ডবিহীন অ্যাকাউন্ট" অপশন চালু করবে। এর আগে চলতি বছরের মার্চে, করপোরেট অ্যাকাউন্টগুলোতে এই অপশন চালু করে  মাইক্রোসফট।

কোম্পানির সিকিউরিটি, কমপ্লায়েন্স অ্যান্ড আইডেন্টিটিসি বিভাগের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ভাসু জাক্কাল বুধবার একটি ব্লগ পোস্টে লিখেছেন, "আপনি এখন আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড পুরোপুরি মুছে ফেলতে পারেন।"

পাসওয়ার্ডের পরিবর্তে, মাইক্রোসফট (এমএসএফটি) ব্যবহারকারীদেরকে কোম্পানির ভেরিফাইড বা যাচাইকৃত অ্যাপ দিয়ে এই পরিষেবাগুলোতে সাইন ইন করতে হবে, যা প্রতি কয়েক সেকেন্ডে একটি অনন্য নম্বরযুক্ত লগইন কোড তৈরি করবে; অথবা ব্যবহারকারীরা ফেইস রিকগনিশন, আঙুলের ছাপ কিংবা গোপনীয় পিন নম্বরের মাধ্যমে উইন্ডোজ হ্যালো দিয়েও অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন। 

এছাড়া, মাইক্রোসফট ব্যবহারকারীরা ইউএসবি ড্রাইভের মতো 'এক্সটার্নাল সিরিউরিটি কি' কিনতে পারবেন, যেখানে লগইন সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে, অথবা একটি ফোন নম্বরও তারা নিবন্ধন করতে পারবেন, যেখানে মাইক্রোসফট প্রতিবার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে।

গত এক বছরে সাইবার হামলা বৃদ্ধির পর মাইক্রোসফট কোম্পানি নিরাপত্তার জোরদার করতে অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় এই পরিবর্তন আনলো। 

করোনাভাইরাস মহামারির কারণে বেশিরভাগ করপোরেট কর্মী 'হোম অফিস' বা বাড়ি থেকে কাজ করার সুযোগে, হ্যাকারদের কোম্পানির সিস্টেমে অনুপ্রবেশ করা আরও সহজ হয়েছে। পাসওয়ার্ড হ্যাক করাই তাদের অন্যতম সাধারণ কৌশল। এমনকি মাইক্রোসফট নিজেও এই সমস্যার ভুক্তভুগী; সাম্প্রতিক মাসগুলোতে কোম্পানির একাধিক হাই-প্রোফাইল হ্যাক এবং নিরাপত্তা লঙ্ঘনের খবর পাওয়া গেছে।

মাইক্রোসফটের মতে, প্রতি সেকেন্ডে ৫৮৯ টি পাসওয়ার্ড হামলা হয় এবং বছরে এই হামলার সংখ্যা ১৮ বিলিয়নে পর্যন্ত ওঠে।

সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন, এখানে সবচেয়ে বড় দুর্বলতা হল, মনে রাখার সুবিধার্থে আমরা একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, যা নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দেয়। একই রকম প্যাটার্নের পাসওয়ার্ড হ্যাকারদের জন্য অনুমান করা সহজ।

জাক্কাল বলেন, " এন্টারপ্রাইজ এবং ভোক্তা অ্যাকাউন্টগুলোতে বেশিরভাগ সাইবার আক্রমণের প্রধান প্রবেশপথ হল দুর্বল পাসওয়ার্ড।"

পাসওয়ার্ডবিহীন ভবিষ্যতের পথপ্রদর্শনের নেতৃত্ব দিচ্ছে এখন মাইক্রোসফট। জাক্কালের মতে, কোম্পানির নিজস্ব কর্মচারীদের প্রায় সবাই এখন পাসওয়ার্ড ছাড়াই তাদের কর্পোরেট অ্যাকাউন্টে লগইন করে।

অন্যান্য কোম্পানি যেমন গুগল এবং অ্যাপলেও পাসওয়ার্ডের কিছু বিকল্প ব্যবস্থা রয়েছে। যেমন- পরিচয় যাচাই করার জন্য অন্য ডিভাইসে নোটিফিকেশন পাঠানো, কিংবা ভেরিফিকেশন কোড পাঠানো। তবে, এই ব্যবস্থাগুলো এখনও পর্যন্ত পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজনীয়তাকে পুরোপুরি বাদ দিতে পারেনি।

  • সূত্র: সিএনএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.