পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব, খাইবার পাংখোয়া বেলুচিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীর এবং বালতিস্তানের জিলজিত নামক অঞ্চলে রাত ১০টা ২ মিনিটে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
৬.৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি তাজিকিস্তানে, ৮০ কিলোমিটার গভীরে।
ভয়ানক এই ভূমিকম্পে পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুজাফফরবাদ এবং অন্যান্য অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশটির দ্য ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) এ ব্যাপারে প্রভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ((পিডিএমএ) সঙ্গে যোগাযোগ করছে। পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এনডিএমএ ।
এদিকে রয়টার্স জানিয়েছে, ভারতের নয়া দিল্লি এবং শ্রীনগরেও একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।
সংবাদমাধ্যমটি আরও জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী, তাজিকিস্তানের পশ্চিমে ৩৫ কিলোমিটার গভীরে ৫.৯ মাত্রার ওই কম্পনের উৎপত্তি।
এ কম্পনে ভারতের কাশ্মীরে কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়েছে।
- সূত্র: ডন