নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি ৩ মার্চ
উত্তরপ্রদেশে নির্ভয়া ধর্ষণ ও তার লোহমর্ষ হত্যাকাণ্ডের ঘটনা পুরো ভারত জুড়েই চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এই ঘটনা প্রতিবাদ ও নিন্দার ঢেউ তোলে সুশীল সমাজ ও অধিকার কর্মীদের মাঝে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনিদের পক্ষ নিয়ে আদালতে মৃত্যুদণ্ড বাতিলের চেষ্টাও করেছে প্রভাবশালীরা। কিন্তু শেষ রক্ষা হলো না।
সোমবার দিল্লি হাইকোর্ট দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য নির্ভয়ার মায়ের করা আপিলের শুনানি শেষে আগামী ৩ মার্চ ভোর ৬ ঘটিকায় আসামীদের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ে টানা তৃতীয়বার দিল্লির আদালত মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিলেন।
আদালতের আগের দুই নির্দেশ আসামীদের আপিলের প্রেক্ষিতে স্থগিত রাখা হয়। আসামীরা এখন তিহার জেলে বন্দি। জেল কর্তৃপক্ষ আদালতকে জানান, আসামীদের কাছে আইনের আশ্রয় নেওয়ার আর কোনো সুযোগ নেই। এরপরেই আদালত মৃত্যুদণ্ডের কার্যকরের তারিখ ঘোষণা করলেন ।