নিরাপত্তার স্বার্থে নারীদের আপাতত ঘরে থাকা উচিত: দ্বিতীয় সংবাদ সম্মেলনে জানালো তালেবান
আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলন করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। রাজধানী কাবুল দখলের পর এটি সশস্ত্র গোষ্ঠীটির দ্বিতীয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিজিটিএন সূত্রে সংবাদ সম্মলনের বিস্তারিত জানা গেছে।
সেখানে তালেবান বলেছে, ৩১ আগস্টের সময়সীমার পর তারা আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়াবে না। নির্ধারিত ওই সময়ের মধ্যেই তারা সকল বিদেশি সেনা প্রত্যাহার চায়।
মুজাহিদ স্বীকার করেন, কাবুল বিমানবন্দরের বাইরে আফগানিস্তান ছেড়ে যেতে আফগানদের ভিড় বাড়ছে, তবে তাদেরকে দেশেই থাকার আহবান জানিয়ে তিনি বলেন, "আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি।"
পশ্চিমা বাহিনীকে সহায়তাকারীদের তালিকা করে প্রতিহিংসা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "আমরা অতীতের সকল অপরাধ ক্ষমা করেছি।"
দেশজুড়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে শুরু করলেও, কাবুল বিমানবন্দর এলাকার বিশৃঙ্খলাকে তিনি একটি গুরুতর সমস্যা বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, প্রতিহিংসার ভয় ছাড়াও তালেবান শাসনের অধীনে অর্থনৈতিক দুর্দশার ভয়েও দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান।
জ্যেষ্ঠ একজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, গতকাল সোমবার তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন সিআইএ পরিচালক। ধারণা করা হচ্ছে, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারেই আলোচনা হয়েছে এ বৈঠকে।
তবে মার্কিন গণমাধ্যমে তালেবানের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কর্মকর্তাদের বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছে, সে ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন মুজাহিদ। অবশ্য তিনি বৈঠকের ঘটনা অস্বীকারও করেননি।
তিনি আরো জানান, "এখন থেকে আফগানদের আর কাবুল বিমানবন্দরে যেতে দেওয়া হবে না।" বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
তবে তার অভিযোগ, বিমানে দেশত্যাগের আহবান জানিয়ে যুক্তরাষ্ট্র সমস্যার সৃষ্টি করে চলেছে।
"আমরা আমেরিকানদের উদ্দেশ্যে বলতে চাই, আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত করবেন না। দেশ গঠনে শিক্ষিত ও মেধাবী লোকদের প্রয়োজন হবে।"
আফগান গণমাধ্যম, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকারের কার্যক্রম আবারো সচল হয়েছে বলেও জানান মুজাহিদ।
তালেবানের প্রধান মুখপাত্র আরও জানান, জাতীয় বেতার, টেলিভিশনসহ সকল গণমাধ্যমও 'কোনো প্রকার ভীতি বা চাপ ছাড়া' পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে।
নারীদের স্থায়ীভাবে কাজে যেতে বাঁধা দেওয়া হবে না এমন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আপাতত তাদেরকে যেকোনো প্রকার দুর্ব্যবহার এড়াতে ঘরে অবস্থানের অনুরোধ করেন।
নারীরা যেন নির্ভয়ে কাজে ফিরতে পারেন তালেবান কর্মকর্তারা এমন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিধিমালা প্রণয়নের কাজ করছেন জানিয়ে তিনি বলেন, কোনো নারী কর্মকর্তাকে এপর্যন্ত চাকরিচ্যুত করা হয়নি এবং তাদের সকলের বেতন পরিশোধ করা হবে।
সংবাদ সম্মেলনে বিবিসির এক প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, ৩১ আগস্টের মধ্যে সকল বিদেশি নাগরিকের বিদায় চায় তালেবান, তবে আফগানদের দেশত্যাগ করতে দেওয়ার পক্ষপাতী নয় তারা।
নির্ধারিত সময়সীমার আগে বিদেশিদের চলে যাওয়ার মতো যথেষ্ট সময় আছে বলে দাবি করেছেন মুজাহিদ।
বিদেশি দূতাবাসগুলো খোলা রাখার অনুরোধ করে তিনি তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করে বলেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তার নিশ্চিত করা হচ্ছে।
তুরস্কের সঙ্গে তালেবান 'সুসম্পর্ক চায়' বলেও সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নের জবাবে বলেছেন তালেবান মুখপাত্র।
- সূত্র: সিজিটিএন