চীনের সেই বন্যহাতির পালের সুরক্ষায় যাত্রাপথ থেকে দেড় লাখ মানুষকে অপসারণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 August, 2021, 01:15 pm
Last modified: 11 August, 2021, 01:22 pm
লোকালয়ের বাসিন্দারা তাদের শস্য ও বাড়ি রক্ষার প্রচেষ্টায় হাতিদের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কা থেকে বাসিন্দাদের অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

চীনে গত এক বছর ধরেই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো বন্য হাতির দলের যাত্রাপথের ১ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে তাদের ঘর-বাড়ি থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

লোকালয়ের বাসিন্দা ও এই ১৪টি এশিয়ান হাতি মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছিল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের কর্তৃপক্ষ। 

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, যানবাহন ও ড্রোন ব্যবহার করে ২৫ হাজারের বেশি পুলিশ অফিসার ওই হাতির পালকে পর্যবেক্ষণে রেখেছে। 

১৭ মাস আগে ইউনান প্রদেশের নেচার রিজার্ভ বনাঞ্চল ছেড়ে যাত্রা শুরু করে এই হাতির পাল। প্রায় এক বছর আগে এই পথহারা পালটি বিশ্বজুড়ে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। ফসলের মাঠ, শহর, গ্রামের মধ্য দিয়ে প্রায় ৫০০ কি.মি পথ পাড়েই দিয়েছে তারা, দীর্ঘদিনের এই যাত্রা পথে খেয়েছে লাখো ডলার সমমূল্যের শস্যদানা। নষ্ট করেছে বেশ কিছু অবকাঠামোও।

লোকালয়ের বাসিন্দারা তাদের শস্য ও বাড়ি রক্ষার প্রচেষ্টায় হাতিদের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে, এমন আশঙ্কা থেকে বাসিন্দাদের অস্থায়ীভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

এর আগে বেশ কয়েকবার তাদেরকে আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও টা সফল হয়নি। তবে এবার নিজ থেকেই উল্টো পথে নিজ বাসস্থানের দিকে যাত্রা শুরু করেছে হাতিগুলো। 

হাতির পালের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা দলটির প্রধান ওয়ান ইয়ং এজক সংবাদ সম্মেলনে জানান, হাতিগুলো ইউয়ানজিয়াং নদী পাড়ি দিয়েছে, দক্ষিণের দিকেই অগ্রসর হচ্ছে তারা। হাতিগুলো সঠিক পথেই এগিয়ে যাবে টা নিশ্চিত করতে কৃত্রিম রাস্তা, বৈদ্যুতিক তারের বেড়া ও খাদ্যদব্যের মতো লোভনীয় বস্তু ব্যবহার করা হচ্ছে। 

রোববার রাত পর্যন্ত হাতির পালটি ওই রিজার্ভ থেকে ২০০ কি.মি দূরে ছিল। 

হাতিগুলো কেনো তাদের আবাসস্থল ছেড়ে এ ধরনের অস্বাভাবিক যাত্রা শুরু করেছিল তা নিয়ে এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা। কেউ কেউ বলছেন, ওই পালের দলনেতা অনভিজ্ঞ হওয়াতেই এমন ঘটনা ঘটেছে। কেউ বলছেন তারা দূরে কোথাও নতুন বাসস্থানের সন্ধানে যাত্রা শুরু করেছিল। 

এশিয়ান হাতি বর্তমানে বিপন্নপ্রায়, চীনে বর্তমানে মাত্র ৩০০টি বন্যহাতি আছে। এদের মধ্যে বেশিরভাগেরই বাস দেশটির দক্ষিণাঞ্চলের ইউনান প্রদেশে। 

  • সূত্র: বিবিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.