ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত অন্তত ৩৫, আহত কয়েক শত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 January, 2021, 12:25 pm
Last modified: 15 January, 2021, 01:31 pm
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে মাজনে শহরে আহত হয়েছেন অন্তত ৬ শতাধিক মানুষ।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবার (১৫ জানুয়ারি) আঘাত হানা ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের মৃত্যুসংবাদ পাওয়া গেছে। ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে শত-শত মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় রাত ১টা ২৮ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। মাজনে শহর থেকে ৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূস্থল থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর  কেন্দ্রস্থল ছিল। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে মাজনে শহরে আহত হয়েছেন অন্তত ৬ শতাধিক মানুষ। হতাহতের খবর পাওয়া গেছে পার্শ্ববর্তী প্রদেশ মামুজুতেও।

ছবি: এপি

ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে বহু ঘর-বাড়ি ও অবকাঠামো। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট সূত্র।

ইন্দোনেশিয়া ভূমিকম্পন প্রবণ অঞ্চল হিসেবে খ্যাত। এর আগে, ২০১৮ সালে সুলাওয়েসির পালু শহরে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানলে প্রাণ হারান হাজারও মানুষ।

  • সূত্র: রয়টার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.