ডলারের দাম ফের বেড়ে ৯২ টাকা

একদিনের ব্যবধানে আবার টাকার মান কমানোর ধারায় ফিরে এসেছে বাংলাদেশ ব্যাংক । বৃহষ্পতিবার ডলারের দাম বাড়িয়ে ৯২ টাকা করা হয়েছে। গত মঙ্গলবারও ৯২ টাকা রেটে ডলার বিক্রি করা হয়েছিল। গত বুধবার সেটিকে কমিয়ে ৯১.৫ টাকা করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ডলারের দাম ৫০ পয়সা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডলারের রেট বাড়ানোর পাশাপাশি ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহষ্পতিবার নতুন দামে ব্যাংকগুলোর কাছে ৯৪ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। এর আগে মঙ্গলবার ও বুধবার ১২৯ মিলিয়ন করে ডলার বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত ৬.৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া, বৃহষ্পতিবার ব্যাংকগুলো ৯৩ টাকা রেটে এলসি খুলেছে। বুধবার সকালে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের প্রধানদের এক সভায় তারা এলসি খোলার ক্ষেত্রে ৯৩ টাকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত অনুযায়ী, বেশিরভাগ ব্যাংকই এলসি খোলায় এই রেট নিয়েছে। এর বাইরে, ওই সভায় ব্যাংকগুলো এক্সচেঞ্জ হাউজগুলো থেকে ডলার কেনায়ও সর্বোচ্চ ৯৩ টাকা রেট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।