শিক্ষায় বরাদ্দ জিডিপির মাত্র ১.৮৩%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 June, 2022, 03:35 pm
Last modified: 09 June, 2022, 06:47 pm
শিক্ষা খাতে মোট ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। 

চলতি অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে শিক্ষা খাতে মোট ৯ হাজার ৪৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা খাতে মোট ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। চলতি বছরের জন্য বরাদ্দ ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা।

আজ জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। 

তবে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া এ বাজেট মোট জিডিপির মাত্র ১.৮৩%। এ হার জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) প্রস্তাবিত হারের চেয়ে অনেক কম। 

যে কোনো দেশের জিডিপির ৪-৬% শিক্ষা খাতে ব্যয় করার পরামর্শ ইউনেস্কোর। তবে বাংলাদেশে ২০২১ ও ২০২২ অর্থবছরে এ হার ছিল যথাক্রমে ২.০৯% এবং ২.০৮%।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য চলতি বছরের চেয়ে ৫ হাজার ৪৪৭কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ৩ হাজার ৪৭৪ কোটি টাকা বাড়িয়ে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৫৭৪ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। 

এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট। 

২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসেবে 

২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।
 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.