পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্সে নগদ প্রণোদনা পেতে কোনো নথি লাগবে না
দেশে প্রবাসী আয় প্রবাহ আসার ক্ষেত্রে ২.৫ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। এজন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে প্রণোদনা পাওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে কোনো প্রকার আয়নথি জমা না দিয়েই প্রবাসী কর্মীরা প্রণোদনার অর্থ পাবেন। আজ সোমবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে ব্যাংকগুলোকে ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকার বেশি প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে প্রণোদনা প্রদানে রেমিটারের কাগজপত্র বিদেশস্থ এক্সচেঞ্জ হাউস হতে প্রেরণের বাধ্যবাধকতা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজ থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।